'মেসি অযোগ্য, বিশ্বকাপে সোনার বল দেওয়া ভুল সিদ্ধান্ত', বিস্ফোরক দাবি ফিফার প্রাক্তন সভাপতির

Last Updated:
লিওনেল মেসিকে নিযে বিতর্কিত মন্তব্য করলেন ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটার। ব্রাজিল বিশ্বকাপে মেসিকে সোনার বল দেওয়া ভুল ছিল বলে দাবি ব্লাটারের।
1/7
দুর্নীতিতে নাম জড়িয়েছিল ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটারের। এবার সেই শেপ ব্লাটারই বিস্ফোরক দাবি করলেন লিওনেল মেসিকে নিয়ে।
দুর্নীতিতে নাম জড়িয়েছিল ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটারের। এবার সেই শেপ ব্লাটারই বিস্ফোরক দাবি করলেন লিওনেল মেসিকে নিয়ে।
advertisement
2/7
২০১৪ ব্রাজিল বিশ্বকাপেল ট্রফি অধরা থাকলেও সোনার বল পেয়েছিলেন মেসি। ৪টি গোল করার পাশাপাশি একাধিক অ্যাসিস্ট ছিল আর্জেন্টিনা তারকার।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপেল ট্রফি অধরা থাকলেও সোনার বল পেয়েছিলেন মেসি। ৪টি গোল করার পাশাপাশি একাধিক অ্যাসিস্ট ছিল আর্জেন্টিনা তারকার।
advertisement
3/7
শেপ ব্লাটারের দাবি ২০১৪ সাবে মেসিকে ভুল করে দেওয়া হয়েছিল সোনার বল। মেসি নাকি সেই পুরস্কারের অযোগ্য ছিল বলেও দাবি করেছেন শেপ ব্লাটার।
শেপ ব্লাটারের দাবি ২০১৪ সাবে মেসিকে ভুল করে দেওয়া হয়েছিল সোনার বল। মেসি নাকি সেই পুরস্কারের অযোগ্য ছিল বলেও দাবি করেছেন শেপ ব্লাটার।
advertisement
4/7
ফিফার প্রাক্তন সভাপতি বলেছেন,'লিওনেল মেসি সোনার বলের যোগ্য দাবিদার ছিল না। ভুলবশত ওকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল।'
ফিফার প্রাক্তন সভাপতি বলেছেন,'লিওনেল মেসি সোনার বলের যোগ্য দাবিদার ছিল না। ভুলবশত ওকে ওই পুরস্কার দেওয়া হয়েছিল। ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল।'
advertisement
5/7
 এছাড়াও ব্লাটার বলেছেন,'সত্যি বলতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাকই হয়েছিলাম। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না।'
এছাড়াও ব্লাটার বলেছেন,'সত্যি বলতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাকই হয়েছিলাম। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না।'
advertisement
6/7
কিন্তু লিওনেল মেসির পরিবর্তে কার পাওয়া উচিৎ ছিল ২০১৪ বিশ্বকাপে সোনার বল তা নিয়ে কোনও মুখ কোলেননি ফিফার প্রাক্তন সভাপতি। ব্লাটারের বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।
কিন্তু লিওনেল মেসির পরিবর্তে কার পাওয়া উচিৎ ছিল ২০১৪ বিশ্বকাপে সোনার বল তা নিয়ে কোনও মুখ কোলেননি ফিফার প্রাক্তন সভাপতি। ব্লাটারের বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।
advertisement
7/7
প্রসঙ্গত, মেসি ২০১৪-র পর ২০২২ বিশ্বকাপেো সোনার বল পেয়েছেন। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। একইসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও পূরণ হয়েছে। তবে ব্লাটারের মন্তব্যের কোওন উত্তর দেননি লিও।
প্রসঙ্গত, মেসি ২০১৪-র পর ২০২২ বিশ্বকাপেো সোনার বল পেয়েছেন। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম। একইসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও পূরণ হয়েছে। তবে ব্লাটারের মন্তব্যের কোওন উত্তর দেননি লিও।
advertisement
advertisement
advertisement