জানা গিয়েছে, ম্যাচ শেষে আগরতলা বিমান বন্দরে পৌছায় কর্ণাটক দল। বিমানে একটি বোতল থেকে জল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটার। গলায় ও মুখে প্রচন্ড জ্বালা যন্ত্রণা অনুভব করেন মায়াঙ্ক। যন্ত্রণা বাড়তে থাকায় বিমান থেকে নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গলায় ও মুখে পুডে যাওয়ার মত যন্ত্রণা অনুভব করছেন মায়াঙ্ক। তবে বিপদমুক্ত রয়েছেন। কিন্তু বিমানের ভিতর জলের বোতলে এমন কী থাকতে পারে তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বোতলের জলে বিষাক্ত কোনও কিছু ছিল। যা খেয়ে নেওয়াতেই মায়াঙ্ক আগরওয়ালের এই পরিণতি।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: PASSWORD-কে বাংলায় কী বলে? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি আগরতলা বিমানের ভিতর জলে এমন কী ছিল। ওই জল পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। জল থেকে না অন্য কোনও কারণে মায়াঙ্কের এই অবস্থা তাও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারকা ক্রিকটার।