TRENDING:

Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video

Last Updated:

হার্দিক পান্ডিয়ার ভিডিও (Hardik Pandya Video) ভাইরাল (Viral Video) হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) হার্দিক পান্ডিয়া (Hardik pandya) এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে দলের বাইরে৷ তিনি এখন নিজের ফিটনেস ফেরানোর জন্য লড়াইতে রয়েছেন৷ নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকা সফরের জন্যেও তাঁকে দলে বাছা হয়নি৷ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে  (T20 World Cup 2021)  হার্দিক পান্ডিয়া (Hardik pandya) এবং  ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স ভালো নয়৷ তারওপর আইপিএল ২০২২ -র (IPL 2022)  জন্যেও মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিটেন  করেনি৷ ফলে নতুন আইপিএল মরশুমে হার্দিক পান্ডিয়াকে নতুন কোনও ফ্রাঞ্চাইজির জার্সিতে দেখা যেতে পারে৷ এই অবস্থায় হার্দিক পান্ডিয়ার ভিডিও  (Hardik Pandya Video) ভাইরাল (Viral Video) হয়েছে৷
 Hardik Pandya trolled for rude behaviour with fans
Hardik Pandya trolled for rude behaviour with fans
advertisement

হার্দিক পান্ডিয়ার  (Hardik pandya)  এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ হার্দিক পান্ডিয়া ভিডিওতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া হোটেল থেকে বাইরে যাচ্ছেন৷ সেখানে তাঁর ফ্যানরা তাঁর ফটো তোলার জন্য ব্যস্ত হচ্ছেন৷ কেউ কেউ হার্দিক পান্ডিয়ার সঙ্গে সেলফি তুলতে চাইছেন৷ তাঁরা হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রাখেন৷ হার্দিক পান্ডিয়ার তা মোটেই পছন্দ হয়নি৷ তাঁর কাঁধ থেকে সেই হাত হঠিয়ে দেন পান্ডিয়া৷ এই হার্দিক পান্ডিয়ার ভিডিও   (Hardik Pandya Video) এখন ভাইরাল (Viral Video)৷ ফ্যানরা সকলেই এখন তাঁকে পরামর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন কীভাবে ব্যবহার করা উচিত৷ এক ফ্যান লিখেছেন হার্দিক পান্ডিয়া অ্যাটিটিউড দেখাচ্ছেন৷ এক ফ্যান লিখেছেন মনে হয় নিজের খারাপ সময় ভুলে গেছেন তিনি৷ দেথে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

ওয়ার্ল্ড কাপের পর খেলেননি তিনি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আইপিএল ২০২১ - বোলিং করেননি৷ তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে নানা প্রশ্ন রয়েছে৷ তারপরেও তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তাঁকে বাছা হয়েছিল৷  টি টোয়েন্টি বিশ্বকাপের পর পান্ডিয়া এখনও ফিটনেসে ফিরছেন৷ তবে এখনও অবধি বিজয় হাজারে ট্রফির জন্যে এখনও তিনি একদিনের ম্যাচে খেলতে নামেননি৷ এদিকে তাঁর বড় ভাই ক্রুণাল পান্ডিয়া টুর্নামেন্ট খেলছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya Video: ফ্যানদের ভালো লাগে না Hardik Pandya- র, তা নহলে এমন কাজ, Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল