হার্দিক পান্ডিয়ার (Hardik pandya) এই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ হার্দিক পান্ডিয়া ভিডিওতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া হোটেল থেকে বাইরে যাচ্ছেন৷ সেখানে তাঁর ফ্যানরা তাঁর ফটো তোলার জন্য ব্যস্ত হচ্ছেন৷ কেউ কেউ হার্দিক পান্ডিয়ার সঙ্গে সেলফি তুলতে চাইছেন৷ তাঁরা হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রাখেন৷ হার্দিক পান্ডিয়ার তা মোটেই পছন্দ হয়নি৷ তাঁর কাঁধ থেকে সেই হাত হঠিয়ে দেন পান্ডিয়া৷ এই হার্দিক পান্ডিয়ার ভিডিও (Hardik Pandya Video) এখন ভাইরাল (Viral Video)৷ ফ্যানরা সকলেই এখন তাঁকে পরামর্শ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন কীভাবে ব্যবহার করা উচিত৷ এক ফ্যান লিখেছেন হার্দিক পান্ডিয়া অ্যাটিটিউড দেখাচ্ছেন৷ এক ফ্যান লিখেছেন মনে হয় নিজের খারাপ সময় ভুলে গেছেন তিনি৷ দেথে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
ওয়ার্ল্ড কাপের পর খেলেননি তিনি
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আইপিএল ২০২১ - বোলিং করেননি৷ তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে নানা প্রশ্ন রয়েছে৷ তারপরেও তাঁকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তাঁকে বাছা হয়েছিল৷ টি টোয়েন্টি বিশ্বকাপের পর পান্ডিয়া এখনও ফিটনেসে ফিরছেন৷ তবে এখনও অবধি বিজয় হাজারে ট্রফির জন্যে এখনও তিনি একদিনের ম্যাচে খেলতে নামেননি৷ এদিকে তাঁর বড় ভাই ক্রুণাল পান্ডিয়া টুর্নামেন্ট খেলছেন৷