প্যাট কামিন্স উপমহাদেশের উইকেটেও বিপদজনক হতে পারেন মনে করেন সুনীল গাভাসকার। ভারতের প্রাক্তন তারকা গাভাসকার কোহলি, রোহিতদের সতর্ক করে বলেছেন প্যাট কামিন্স ভারতের মাটিতেও কঠিন পরীক্ষা নিতে পারে ব্যাটসম্যানদের। তাই তাকে শুরু থেকে আক্রমণ না করে একটু দেখে খেলতে হবে।
আরও পড়ুন - ভাবনার বাইরে ক্রিকেট, খোলা হাওয়ায় নিঃশ্বাসই এখন বাঁচার অক্সিজেন দিচ্ছে ঋষভকে
advertisement
আসলে কামিন্স নিজের একটা ছোট আঙুল বল করার সময় এমন ভাবে কাজে লাগান যাতে বোকা হয়ে যান অর্ধেক ব্যাটসম্যান। আর প্রথম দিকে নতুন বলে তিনি উইকেট তোলার ক্ষমতা রাখেন। তাই মিচেল স্টার্ক, হাজেলউড না থাকলেও ভারতের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই।
প্যাট এবং বোলান্ড পেস বোলার হিসেবে যথেষ্ট চ্যালেঞ্জিং। বল করার পাশাপাশি প্যাট কামিন্স ব্যাট হাতে অবদান রাখতে পারেন। সেটা আগেও প্রমাণ করেছেন। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক সম্পূর্ণ একটা প্যাকেজ। তাকে নিয়ে ভারতের আলাদা গেমপ্ল্যান অবশ্যই তৈরি করে রাখা উচিত মনে করেন সানি। পাশাপাশি সম্পূর্ণ ঘূর্ণি পিচ পছন্দ নয় সানির।
অবশ্য তিন নম্বর দিন থেকে বল ঘুরলে তার অসুবিধে নেই। ভারতের দুজন স্পিনার এবং দুজন পেসার খেলানো উচিত মনে করেন সানি। তবে সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট সেটা নিশ্চিত।