বিসিসিআই-এর এক কর্মকর্তা পিটিআই-কে জানান, “বিজয় হাজারে টুর্নামেন্টে অংশ নিতে হায়দরাবাদ দলের সঙ্গে রাজকটে থাকার সময় তিলক বর্মা হঠাৎ তীব্র ব্যথার কথা জানান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্ক্যানে টেস্টিকুলার টরশন (হঠাৎ তীব্র ব্যথা) ধরা পড়ে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের পরামর্শ দেন।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের বিশেষজ্ঞদের মতামত নিয়েছিলাম, তাঁরাও একই মত দিয়েছেন। তিলকের সফলভাবে অস্ত্রোপচার হয়েছে এবং এখন তিনি ভাল আছেন। চিকিৎসা প্যানেলের সঙ্গে আলোচনার পর তাঁর সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে আমরা শীঘ্রই আপডেট দেব।”
advertisement
পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ থেকে তিলক বর্মার ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। এদিকে, ভারতীয় ক্রিকেট দল ম্যানেজমেন্ট সম্ভাব্য বিকল্প খেলোয়াড়দের কথা ভাবলেও, এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুভমান গিলকে দলে নেওয়ার সম্ভাবনা কম।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচকদের মতে বর্তমান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে স্কোয়াডে রেখে ম্যাচ না খেলানোটা ‘অদ্ভুত’ হবে। পাশাপাশি, তিলক যদি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়ার্ধের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, সে ক্ষেত্রে গিলকে আবার দল থেকে বাদ দেওয়ার মতো পরিস্থিতি এড়াতে চান নির্বাচকরা।
আরও পড়ুন- ভারত সফরের ২৫ দিন পর মুখ খুললেন মেসি, যুবভারতীর সেই ঘটনা…!
অন্যদিকে, শ্রেয়াস আইয়ারকে সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এর মেডিক্যাল টিম ম্যাচ-ফিট ঘোষণা করেছে। তিনি মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে খেলেন এবং ৫৩ বলে ৮২ রান করেন। ম্যাচ চলাকালীন তাঁর কোনও অস্বস্তি দেখা যায়নি। ফলে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য উপলব্ধ থাকবেন।
