TRENDING:

বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক

Last Updated:

ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা দল। ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৬৮-তেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় মহিলা টিম ইন্ডিয়া। জয়ের পর উল্টো পতাকা ধরে বিতর্কে শেফালি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেনওয়েস পার্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বজয়। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জুনিয়র মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু এরইমধ্যে বিতর্কে জড়ালেন বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে জড়ালেন তিনি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
Shafali Verma
Shafali Verma
advertisement

অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।

advertisement

আরও পড়ুনঃ U19 Women's World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল