অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।
advertisement
আরও পড়ুনঃ U19 Women's World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার
প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।