ম্যাচের প্রথম ভাগে অসাধারণ বোলিং পারফরম্য়ান্স করে ভারতীয় ক্রিকেট দল। আর সে কারণেই নিউজিল্যান্ডকে তারা ২০ ওভারে মাত্র ১৫৩ রানে আটকে রাখতে পারে। রবিবার গুয়াহাটিতে দুই দলের মধ্যে তৃতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়। টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ এই ম্য়াচে তিন উইকেট শিকার করেন। অন্যদিকে, প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফিরেই ভারতের রিস্ট স্পিনার রবি বিষ্ণোই জোড়া উইকেট শিকার করেন। অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াও দুটো উইকেট শিকার করেন। পাশাপাশি প্রথম ওভারে তিনি একটি সুপার হিউম্য়ান ক্যাচ নেন।
advertisement
নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে গ্লেল ফিলিপ্স (৪৮) এবং মার্ক চ্যাপম্য়ান (৩২) কিছুটা হলেও নজর কাড়তে পারলেন। বাকিরা কেউই কিছু করতে পারলেন না।
অন্যদিকে ইশান কিষাণ এবং সঞ্জু স্যামসন এই ম্যাচে কিছু না করতে পারলেও। সূর্যকুমার আর অভিষেক শর্মার ব্যাটে সহজেই ম্যাচ নিজেদের করে নেয় ভারত।
টিম ইন্ডিয়া এই ম্য়াচটা জিতে সিরিজ নিজেদের পকেটে পুরে নেয়। পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে তারা ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
