অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (২০ ওভার)
ভারত জয়ী ২৭ রানে
#মেলবোর্ন: অস্ট্রেলিয়া থেকে আর খালি হাতে ফিরতে হচ্ছে না ধোনিদের ৷ ওয়ান ডে সিরিজ ৪-১ ব্যবধানে হারার পর টি-২০ সিরিজেও ভারতের উপর বাজি ধরতে রাজী হচ্ছিলেন না প্রায় কেউই ৷ কিন্তু ২০-২০ ওভারের সিরিজ শুরু হতেই সম্পূর্ণ অন্য খেলা দেখালেন মেন ইন ব্লু’রা ৷ অ্যাডিলেডে প্রথম ম্যাচে স্কোরবোর্ডে উঠেছিল ১৮৮ রান ৷ এদিন উঠল তার থেকে চার রান কম ৷ কিন্তু ফলাফলে অবশ্য কোনও পরিবর্তন হয়নি ৷ এমসিজিতে ২৭ রানে জিতে শুক্রবারই সিরিজ পকেটে পুরল ভারত ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ অস্ট্রেলিয়া সফরে এমনিতেই দারুণ ফর্মে রয়েছেন ভারতের তিন টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি ৷ এদিনও ব্যাটে ফুলঝুড়ি ফোটালেন এই তিনজন ৷ শিখর-রোহিতের ওপেনিং জুটিতেই উঠল ৯৭ রান ৷ শিখর (৪২) আউট হওয়ার পর ভারতের ব্যাটিং-এর হাল ধরেন বিরাট কোহলি ৷ রোহিত (৬০)-এর সঙ্গে জুটি বেঁধে দলের রানকে এগিয়ে নিয়ে যান ভারতের টেস্ট অধিনায়ক ৷ শেষপর্যন্ত রোহিত রান আউট হয়ে গেলেও ৫৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান কোহলি ৷ ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করে অস্ট্রেলিয়াও ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৪) রান আউট না হলে হয়তো ভারতের কপালে দুঃখ ছিল এদিন ৷ কিন্তু ফিঞ্চ ফিরতেই ধস নামে ক্যাঙারুদের ব্যাটিং-এ ৷ শেষপর্যন্ত সাত উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া ৷ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ৩১ জানুয়ারি সিডনিতে ৷