TRENDING:

ক্যাঙ্গারুর পর এবার সিংহবধ ! দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সিরিজ জয়

Last Updated:

India wins first ever T20 Series South Africa at home soil providing oxygen before World Cup. ক্যাঙ্গারুর পর এবার সিংহবধ ! দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সিরিজ জয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: দক্ষিণ আফ্রিকার পক্ষে ভারতের এই বিশাল রান তাড়া করে জয় পাওয়া সম্ভব ছিল না, সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। তবুও যদি ওপেনিং পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকা একটা কিছু করতে পারত, আশা থাকলেও থাকতে পারত। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ অধিনায়ক বাভুমা। খাতা না খুলেই ফিরে গেলেন। একই অবস্থা রুশোর।
ডেভিড মিলারের অনবদ্য সেঞ্চুরি কাজে এল না। ১৬ রানে জয় ভারতের
ডেভিড মিলারের অনবদ্য সেঞ্চুরি কাজে এল না। ১৬ রানে জয় ভারতের
advertisement

দুজনকেই ফিরিয়ে দিলেন অর্শদীপ। মার্করাম (৩৩) লড়াকু ইনিংস খেললেন। কিন্তু আউট হলেন অক্ষর প্যাটেলের বলে। কিন্তু এরপর পাল্টা লড়াই শুরু করলেন কুইন্টন ডি কক এবং ডেভিড মিলার। দুই বাহাতি ব্যাটসম্যান মিলে ১৪ ওভারের পর থেকে হাত খুললেন। দুজনেই হাফ সেঞ্চুরি করলেন।

মিলার প্রচুর মারলেন হর্ষলকে। তবে চেষ্টা করলেও ভারতের পাহাড় প্রমাণ মিলার এবং ডি ককের পক্ষে তাড়া করা সম্ভব ছিল না বোঝাই যাচ্ছিল। তবে ভারতীয় বোলাররা শেষ পাঁচ ওভারে কিন্তু একেবারেই ভাল বল করতে পারেননি। যেদিন স্কোর বোর্ডে কম রান থাকবে, সেদিন এরকম বল করলে ভাগ্যে দুঃখ থাকতে পারে।

advertisement

তবে সব ভালো যার শেষ ভাল। ভারত সিরিজ জিতল। অস্ট্রেলিয়ার মাঠে বিশ্বকাপ শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে আত্মবিশ্বাস ফিরে পেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে দশটার মধ্যে ৯ টা টি টোয়েন্টি সিরিজ ঘরে তুলল ভারত। এ

ভাবেই চলতে থাকলে অস্ট্রেলিয়ার মাটিতে ভাল কিছু আশা করা যেতেই পারে। তবে রোহিত শর্মা আনন্দে ভেসে যেতে নারাজ। জানিয়ে রাখলেন দ্বিপাক্ষিক সিরিজ জয় এবং বিশ্বকাপ দুটো আলাদা জিনিস। কিন্তু শেষ দিকে বোলারদের অকাতরে রান দেওয়া নিয়ে খুশি হতে পারছেন না।

advertisement

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কখনও টি-২০ সিরিজ জেতেনি ভারত। এবার সেই তিক্ত পরিসংখ্যান বদলানোর সুবর্ণ সুযোগ ছিল রোহিত শর্মাদের সামনে। সেটা সফল রূপ দিল ভারত।

বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাঙ্গারুর পর এবার সিংহবধ ! দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সিরিজ জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল