TRENDING:

মণীশের ব্যাটে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার

Last Updated:

অস্ট্রেলিয়া: ৩৩০/৭ ( ৫০ ওভার) ভারত: ৩৩১/৪ (৪৯.৪ ওভার) ২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া: ৩৩০/৭ ( ৫০ ওভার)
advertisement

ভারত: ৩৩১/৪ (৪৯.৪ ওভার)

২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী ভারত

#সিডনি: সিরিজের শেষ ম্যাচ ৷ আগের চারটে ম্যাচেই হার হজম করতে হয়েছে ৷ অন্তত শেষ ম্যাচটা জিতে নিজেদের মুখরক্ষা করাটা খুবই গুরুত্বপূ্র্ণ ছিল ৷ কিন্তু এদিনও অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে বোর্ডে ৩৩০ রান তোলার পরেই ভারতীয় সমর্থকদের বুক দুর দুর করতে শুরু করে দিয়েছিল ৷ আর সেটা করাটাই স্বাভাবিক ৷ কারণ ঠিক আগের ম্যাচেই প্রায় জয়ের দোরগোড়ায় এসেও হেরে মাথা নীচু করে ফিরতে হয়েছিল ভারতকে ৷ যার সমস্ত দায় অধিনায়ক নিজের উপরই নিয়েছিলেন ৷ হতাশ, সমালোচনায় বিদ্ধ এমএসডি-কে দেখে যে কারোরই এখন দয়া হবে ৷ আরেকটু হলেই সিরিজ ৫-০ হতে বসেছিল এদিন ৷ কিন্তু সেটা হল না কারণ মেন ইন ব্লু’রা হঠাৎই একটা ম্যাচ ফিনিশার পেয়ে যাওয়ায় ৷ তিনি কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত প্রতিশ্রুতিমান সদস্য মণীশ পাণ্ডে (১০৪ নট আউট) ৷ মাত্র ৮১ বলে জীবনের প্রথম সেঞ্চুরিটা এদিন এসসিজি-তেই করে ফেললেন তিনি ৷ সেইসঙ্গে টিমও সিরিজে প্রথমবার জয়ের স্বাদ নিতে সফল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

টস হেরে এদিন প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ ম্যাচের গোড়াতেই ইশান্ত শর্মা ক্যাঙারুদের জোর ধাক্কা দেন ওপেনার অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে । পরে পরিস্থিতি সামলে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের পাশাপাশি শতরান হাঁকান মিচেল মার্শও। দু’ জনের ব্যাটে ভর করেই ৫০ ওভারের শেষে অজিরা তোলে সাত উইেকেটে ৩৩০ রান।  রান তাড়া করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (৯৯) এবং ধাওয়ান (৭৮) ভারতের হয়ে শুরুটা দারুণ করেন ৷ কিন্তু তাঁরা আউট হতেই ফের আরও একবার তীরে এসে তরী ডোবার আশঙ্কা দেখা যায় ৷ কিন্তু এদিন সেটা হতে দেননি মনীশ এবং অবশ্যই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ( ৩৪) ৷ ওয়ান ডে সিরিজ শেষ ৷ এবার পালা টি-২০-র ৷  শেষ ম্যাচ জেতায় কিছুটা হলেও  আত্মবিশ্বাস ফিরে পেতে সফল ধোনি ব্রিগেড ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মণীশের ব্যাটে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার