টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং নেপালকে ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয়। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১২.১ ওভারেই ৪৭ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খুলা শারীর সর্বোচ্চ ২৭ বলে অপরাজিত ৪৪ রানে ইনিংস খেলেন। যার মধ্যে ছিল চারটি বাউন্ডারি। সহজেই ভারতীয় দল জয় পায়।
advertisement
মাত্র ৩ সপ্তাহ আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য একদিনের মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করে। আর এবার দৃষ্টিহীনদের ক্রিকেটে প্রতিযোগিতার প্রথম মরশুমেই নজির গড়ল ভারতীয় মহিলা দল। কয়েক দিনের ব্যবধানে জোড়া বিশ্বকাপে জিতে দেশকে গর্বিত করল ভারতের মেয়েরা।
প্রসঙ্গত, ছয় দলের এই টি–২০ টুর্নামেন্টে অংশ নেয় ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র। ১১ নভেম্বর নয়াদিল্লিতে টুর্নামেন্ট শুরু হয়। কয়েকটি ম্যাচ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার পর নকআউট পর্বের খেলা শ্রীলঙ্কার কলম্বোয় আয়োজন করা হয়। সেমিফাইনালে ভারত সহজেই অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারায়। অন্যদিকে নেপাল পাকিস্তানকে অল্প ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। তবে শেষ বাজিমাত করল ভারত।
আরও পড়ুন: IND vs SA: মুথুস্বামী ও জানসেনের ব্যাটে চিন্তার কালোমেঘ ভারতের কপালে! সামনে পাহাড় প্রমাণ রান
ভারতের শিরোপা জয়ের পথ:
শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাজিত
অস্ট্রেলিয়াকে ২০৯ রানে পরাজিত
নেপালকে ৮৫ রানে পরাজিত
যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে পরাজিত
পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত
সেমিফাইনাল: অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত
ফাইনাল: নেপালকে ৭ উইকেটে পরাজিত (কলম্বো)
ভারতের এই দাপুটে শিরোপা জয় কেবল তাদের ধারাবাহিকতারই প্রমাণ নয়, এটি দৃষ্টিহীন ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী মাইলফলক, যা ভবিষ্যতে এই খেলাটির আরও স্বীকৃতি ও উন্নয়নের পথ সুগম করবে।
