TRENDING:

Shafali Verma: শেফালি বর্মার ডাবল সেঞ্চুরি, নাম তুললেন ইতিহাসের পাতায়

Last Updated:

Shafali Verma: একদিনের সিরিজি দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারানোর পর এক ম্যাচের টেস্ট সিরিজেও দাপট বজায় রাখল ভারতীয় মহিলা দল। ম্যাচের প্রথম দিনই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন শেফালি বর্মা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একদিনের সিরিজি দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারানোর পর এক ম্যাচের টেস্ট সিরিজেও দাপট বজায় রাখল ভারতীয় মহিলা দল। ম্যাচের প্রথম দিনই ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বুকে জায়গা করে নিলেন শেফালি বর্মা। ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট দ্বিশতরান করলেন শেফালি। একইসঙ্গে মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি।
advertisement

ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টেস্টে প্রথম ২০০ করেছিলেন মিথালি রাজ। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টনটনে ইতিহাস গড়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার ২২ বছর পর এল দ্বিতীয় শতরান। ১৯৭ বলে ২০৫ রানের ইনিংসে ২৩টি চার ও ৮টি ছয় মারেন শেফালি বর্মা। এর আগে টেস্ট দ্রুততম ডাবল সেঞ্চুরি ছিল অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। শেফালি বর্মা করলেন মাত্র ১৯৪ বলে।

advertisement

ম্যাচের প্রথম দিন ভারত টস জিতে ব্যাটিং নেয়। দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন শেফালি বর্মা। ভারতীয় পুরুষ দলের বীরেন্দ্র সেওয়াগের স্মৃতি উস্কে দেন তিনি। শেফালিকে যোগ্য সঙ্গ দেন স্মৃতি মন্ধনা। একদিনের সিরিজের ফর্ম ধরে রেখে সেঞ্চুরি করেন তিনিও। ওপেনিং জুটিতে রেকর্ড ২৯২ রানের পার্টনারশিপ করেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধনা।

advertisement

আরও পড়ুনঃ India vs South Africa: না খেলেই টি-২০ বিশ্বকাপ জিতবে ভারত! বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

১৪৯ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। ২৬টি চার ও ১টি ছয় মারেন নিজের ইনিংসে। উল্টোদিকে জেমাইমা রড্রিগেজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ২০৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শেফালি বর্মা। ৫৫ করেন জেমাইমাও। প্রথম দিনের শেষে ভারতীয় মহিলা দলের স্কোর ৪ উইকেটে ৫২৫। হরমনপ্রীত কউর ৩২ ও রিচা ঘোষ ৪৩ রানে অপরাজিত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Shafali Verma: শেফালি বর্মার ডাবল সেঞ্চুরি, নাম তুললেন ইতিহাসের পাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল