বিসিসিআইয়ের তরফ থেকে মোট চারটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে পুরো দলকে নির্দিষ্ট পোশাকে দেখা যায়। দেখা যাচ্ছে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতের হাইকমিশনারের ড. কেজে শ্রীনিবাসের সঙ্গে করমর্দন করছেন। বিসিসিআই ট্যুইট করে ক্যাপশনে লেখে, ‘ড. কে জে শ্রীনিবাস ভারতীয় হাই কমিশনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার আগে ভারতীয় দলকে স্বাগত জানিয়েছে ভারতীয় হাই কমিশনারেট।’ ভারতীয় দলকে যেভাবে হাই কমিশনের তরফ থেকে স্বাগত জানানো হয়েছে তাতে খুশি গোটা দল।
advertisement
দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব / যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহল।
দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স (সহ অধিনায়ক), জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।