রবিবার ফ্লোরিডায় সিরিজ নির্ণায়ক ম্যাচেও ৩৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস পুরান। তারপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ক্যারিবিয়ান তারকার হাতে ও পেটে কালশিটে দাগ। পুরানের পেটে বড় অংশ জুড়ে লাল ক্ষত হয়ে রয়েছে। বাঁ হাতের কনুইয়ের নিচেও রয়েছে ক্ষত। যা দেখে সকলেই অবাক হন। কীভাবে এমন হল তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্যানেরা। জানা যায় ম্যাচ চলাকালীন অর্শদীপ সিংয়ের বল পুরানের পেটে ও ব্র্যান্ডন কিংয়ের শট হাতে লেগেছিল। সেই কারণেই এই ব্যথার চিহ্ন। ছবি শেয়ার করে ক্যাপশনে পুরান লেখেন,”এগুলো হল আফটার এফেক্ট। ব্র্যান্ডন কিং এবং অর্শদীপ সিংকে ধন্যবাদ।”
advertisement
আরও পড়ুনঃ Independence Day 2023: ভারতের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেছিলেন? বলুন তো দেখি
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। প্রথম ২ ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। কিন্তু পঞ্চম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খোয়ায় ভারত। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে ভারত। দলের হয়েছে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করচে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৮৫ ও নিকোলাস পুরানের ৪৭ রানের ইনিংসের সৌজন্যে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।