TRENDING:

India vs West Indies: দলের জন্য জীবন লড়িয়ে দিয়েছেন পুরান, সিরিজ জয়ের পর ভাইরাল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ছবি

Last Updated:

India vs West Indies: রবিবার ফ্লোরিডায় সিরিজ নির্ণায়ক ম্যাচেও ৩৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস পুরান। তারপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ক্যারিবিয়ান তারকার হাতে ও পেটে কালশিটে দাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লোরিডা: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারকা ব্যাটার নিকোলাস পুরান। গোটা সিরিজেই বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ভারতের সিরিজ হারের অন্যতম প্রধান কারণ পুরানের মারকাটারি ব্যাটিং। সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হওয়ার পাশাপাশি ম্যান অফ দ্যা সিরিজও হয়েছেন তিনি। দলের জন্য কতটা জীবন লড়িয়ে দিয়েছেন পুরান সেই ছবি পঞ্চম ম্যাচ শেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement

রবিবার ফ্লোরিডায় সিরিজ নির্ণায়ক ম্যাচেও ৩৫ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নিকোলাস পুরান। তারপর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ক্যারিবিয়ান তারকার হাতে ও পেটে কালশিটে দাগ। পুরানের পেটে বড় অংশ জুড়ে লাল ক্ষত হয়ে রয়েছে। বাঁ হাতের কনুইয়ের নিচেও রয়েছে ক্ষত। যা দেখে সকলেই অবাক হন। কীভাবে এমন হল তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্যানেরা। জানা যায় ম্যাচ চলাকালীন অর্শদীপ সিংয়ের বল পুরানের পেটে ও ব্র্যান্ডন কিংয়ের শট হাতে লেগেছিল। সেই কারণেই এই ব্যথার চিহ্ন। ছবি শেয়ার করে ক্যাপশনে পুরান লেখেন,”এগুলো হল আফটার এফেক্ট। ব্র্যান্ডন কিং এবং অর্শদীপ সিংকে ধন্যবাদ।”

advertisement

আরও পড়ুনঃ Independence Day 2023: ভারতের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেছিলেন? বলুন তো দেখি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। প্রথম ২ ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। কিন্তু পঞ্চম ম্যাচে ৮ উইকেটে হেরে সিরিজ খোয়ায় ভারত। শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে ভারত। দলের হয়েছে সর্বোচ্চ ৬১ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করচে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৮৫ ও নিকোলাস পুরানের ৪৭ রানের ইনিংসের সৌজন্যে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: দলের জন্য জীবন লড়িয়ে দিয়েছেন পুরান, সিরিজ জয়ের পর ভাইরাল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল