তবে দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য সাথ দিল না রোহিত শর্মার। টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। তবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। পোর্ট অফ স্পেনের সতেজ উইকেটের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত। ফলে টস হারলেও প্রথমে ব্যাটিং করবে টিম ইন্ডয়া। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে শুধু একটি মাত্র পরিবর্তন হয়েছে। শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে এসেছেন মুকেশ কুমার।
advertisement
দ্বিতীয় টেস্টে ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে (সহ অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দ্রপল, ক্রিক ম্যাকেনজি, জার্মেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানজে, জসুয়া দ্যা সিলভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান।