TRENDING:

IND vs WI 3rd T20: ব্যাটারদের ব্যর্থতাই প্রধান সমস্যা, মরণ-বাঁচন ম্যাচে জয়ের রণনীতি তৈরি ভারতের

Last Updated:

India vs West Indies 3rd T20: পাঁচ ম্যাচে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ পিছিয়ে ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনও গতি নেই। সিরিজের বাকি তিনটি ম্যাচই ভারতের কাছে ডু অর ডাই পরিস্থিতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গায়ানা: টেস্ট ও ওডিআই সিরিজ জিততে না পারলেও টি-২০ ক্রিকেটে তারা যে কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর তা প্রথম ২ ম্যাচে প্রমাণ করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে, প্রতিপক্ষ একটু হাল্কাভাবে নেওয়া ও দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার খেসারত ভারতীয় ক্রিকেট দলকে দিতে হয়েছে পরপর দুটি হার দিয়ে। পাঁচ ম্যাচে সিরিজে ২-০ পিছিয়ে হার্দিক পান্ডিয়ার দল। মঙ্গলবার তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোনও গতি নেই। সিরিজের বাকি তিনটি ম্যাচই ভারতের কাছে ডু অর ডাই পরিস্থিতি।
advertisement

প্রথম দুটি ম্যাচে ব্যাটিং লাইনের ব্যর্থতা ভারতীয় দলের হারের অন্যতম কারণ। তরুণ তিলক বর্মা ছাড়া ধারাবাহিকভাবে কেউ বড় রান পায়নি। বিশেষ করে শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনদের ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজম্যান্টের। দলে একজন অতিরিক্ত ব্যাটার হিসেবে যশস্বী জয়সওয়ালকে খেলাতে হলে বসাতে হবে কোনও বোলারকে। তবে ব্যাটিং লাইনে আজ কোনও পরিবর্তন করে খেলানো হতে পারে যশস্বীকে। তবে প্রথম ২ ম্যাচে ভুল ত্রুটি শুধরে নিয়ে মঙ্গলবার চেনা ছন্দে ফিরতে বদ্ধপরিকর ভারতীয় ব্যাটিং লাইন।

advertisement

বোলিং অ্যাটেকে দলের সব সিনিয়রদের বিশ্রাম দেওয়ায় চাপের মুহূর্তে ভরসা যোগ্য বোলারের অভাব বোধ করছেন হার্দিক পান্ডিয়া। নিজেকে বোলিংয়ে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। দ্বিতীয় ম্যাচে ২৪ রান হাতে থাক সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের শেষ দুটি উইকেট নিতে ব্যর্থ হয়েছে ভারতীয় বোলিং লাইন। যুজবেন্দ্র চাহল ছাড়া অরশদীপ সিং, মুকেশ কুমার, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল কাউকেই খুুব একটা কার্যকর মনে হয়নি। দ্বিতীয় ম্যাচে হাল্কা চোটের কারণে খেলেননি কুলদীপ যাদব। তৃতীয় ম্যাচে তিনি দলে ফিরলে শক্তি কিছুটা বাড়বে। সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

advertisement

অপরদিকে, পরপর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জেতা নয়, ইতিমধ্যেই ভারতকে সিরিজে ৫-০ হোয়াইট ওয়াশ করার কথাও বলেছেন অধিনায়ক রভম্যান পাওয়েল। ব্যাটিং নিকোলাস পুরান, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়াররা ছন্দে রয়েছে। বোলিংয়েও দলকে ভরসা দিচ্ছে আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আতিল হোসেনরা। জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া ক্যারিবিয়ানরা।

advertisement

আরও পড়ুনঃ IND vs WI: ক্যারিবিয়ান ক্রিকেটারের লাস্যময়ী ‘ভোজপুরি বউ’! কী করে হল প্রেম-বিয়ে? জানুন তাদের প্রেম কাহিনি

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, তৃতীয় ম্যাচও হবে গায়ানাতে। এই মাঠের উইকেট একটু ধীর গতির। নতুন বলে পেসাররা অল্প সাহায্য পেলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররা বড় রোল প্লে করবে তৃতীয় ম্যাচেও। খুব হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। সিরিজের শুরুতে ভারতীয় দল ফেভারিট হিসেবে শুরু করলেও পরপর দুটি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সব হিসেব-নিকেশ বদলে দিয়েছে। টানা দুই জয়ের আত্মবিশ্বাস ও ভারতীয় ব্যাটিং লাইনের ব্যর্থতা বিচার করে তৃতীয় ম্যাচে জয়ের নিরিখে ওয়েস্ট ইন্ডিজকেই সামান্য অ্যাডভান্টেজ দিচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI 3rd T20: ব্যাটারদের ব্যর্থতাই প্রধান সমস্যা, মরণ-বাঁচন ম্যাচে জয়ের রণনীতি তৈরি ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল