প্রথম ম্যাচে মাত্র ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছিল ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে লোয়ার অর্ডাের ব্যাটারের অভাব ভারতের হারের অন্যতম কারণ। এই বিষয়টি উপলব্ধি করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টও। ফলে টপ অর্ডারের ব্যর্থতা ও লোয়ার অর্ডারে একজন ব্যাটারের অভাব কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। এছাডা় প্রথম টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনও খুব একটা ক্লিক করেনিষ নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল খেলেছিলেন বিধ্বংসী ইনিংস। গায়ানাতে যদি পাটা ব্যাটিং উইকেট হয় আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বাইন ক্লিক করে গেলে টি-২০ ক্রিকেটে কতটা ভয়ঙ্কর হতে পারে সেকথা ভালো করেই জানেন ভারত অধিনায়ক।
advertisement
সেই কারণেই রবিবার ভারতীয় দলে ব্যাটিং লাইনে একটা পরিবর্তন হতে পারে। টেস্ট সিরিজে অভিষেক দুরন্ত পারফর্ম করা যশস্বী জয়সওয়ালের টি-২০ অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে। যশস্বী দলে আসলে ওপেনিং অর্ডার চেঞ্জ হবে টিম ইন্ডিয়ার। শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। ফলে ডান হাতি- বাঁ হাতি কম্বিনেশনও বজায় থাকবে। আর যশস্বী খেললে ইশান কিশানকে ব্যাট করতে হবে নীচের দিকে।
সাত টপ অরডার ব্যাটার ও অক্ষর প্যাটেলকে নিয়ে আট জন হলে বোলিং লাইনও পরিবর্তন করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ প্রথম ম্যাচে তিন স্পিনার খেলিয়েছিল ভারত। দলে ছিলেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল। পেস বোলিং লাইনে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। সেক্ষত্রে দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের ভাঙতে চলেছে কুলচা জুটি। যশস্বী খেলাতে হলে কুলদীপ যাদবের দলে বাইরে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এশিয়া কাপের জন্য তাঁকে বিশ্রাম দিতে চাইবে দল। চাহলের খেলার সম্ভাবনা বেশি। দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশ বাছাই করার আগে একাধিক চিন্তা ঘুরবে হার্দিক পান্ডিয়া ও রাহুল দ্রাবিড়ের মাথায় তা বলাই যায়।