TRENDING:

India vs West Indies: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি

Last Updated:

India vs West Indies at Eden Gardens: শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনে ৭৫ শতাংশ দর্শক নিয়েই ম্যাচ আয়োজনের অনুমতি মিলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে করোনার প্রকোপ কমার পর এবার বিধিনিষেধও অনেকটাই হালকা করা হয়েছে ৷ শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়া, অফিসে হাজিরা বৃদ্ধির মতো সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার ৷ পাশাপাশি শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, ইডেনেও ৭৫ শতাংশ দর্শক নিয়েই ম্যাচ আয়োজনের অনুমতি মিলেছে ৷ আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) ম্যাচে ৭৫ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজনে তাই আর কোনও সমস্যা থাকল না সিএবি-র (India vs West Indies at Eden Gardens) ৷
File Photo Of Eden Gardens
File Photo Of Eden Gardens
advertisement

আরও পড়ুন-কলকাতায় তাপমাত্রা বাড়ল, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বস্তিতে সিএবি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য ধন্যবাদও জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক সংখ্যক দর্শকই মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন এখন ৷

অভিষেক ডালমিয়া জানান, রাজ্যজুড়ে খেলাধুলো ফের চালু করা এবং স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারের কাছে সিএবি কৃতজ্ঞ। রাজ্যের ক্রীড়াবিদদের কাছে এই ঘোষণা অবশ্যই দারুণ খবর ৷

advertisement

আরও পড়ুন-বাজেটে কি বাড়বে রেলের ভাড়া? পরিকাঠামো উন্নয়নে বাড়তে পারে বরাদ্দকৃত অর্থ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি টোয়েন্টি ম্যাচের আয়োজন যথেষ্ট সফলভাবেই করেছিল সিএবি ৷ ওই ম্যাচেও ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পেরেছিলেন ৷ এ বার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই ধরনের ব্যবস্থা মাঠে আয়োজন করতে বদ্ধপরিকর সিএবি ৷ করোনা সুরক্ষার কথা মাথায় রেখে মাঠে দর্শকদের জন্য সবরকম ব্যবস্থা থাকবে বলেই সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে ৷ নিউজিল্যান্ড ম্যাচের মতোই ইডেনের ১৭ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করবেন ক্রিকেটাররা ৷ ওই গেট জৈব সুরক্ষা বলয়ের আওতায় পড়বে বলে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs West Indies: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাঠে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল