TRENDING:

ফের তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাল্লেকেলে টেস্টে নেই জাডেজা !

Last Updated:

এর আগেও জাডেজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো:  প্রথম ইনিংস ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে পাঁচ ৷ ম্যাচের সেরা বাছতে বসে খুব একটা সময় ব্যয় করতে হয়নি ধারাভাষ্যকারদের ৷ কিন্তু চারদিনে কলম্বো টেস্ট জেতার পরেও সব কিছু ভাল গেল না ভারতের পক্ষে ৷ কারণ ম্যাচ শেষেই ম্যাচ রেফারি ঘোষণা করলেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক ম্যাচ নির্বাসিত অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৷ এর ফলে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টের নায়ক ৷
advertisement

শুধু এক ম্যাচ সাসপেনশনই নয়, জাডেজার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটেও নেওয়া হয়েছে ৷ আইসিসির ২.২.৮ ধারায় দোষী হওয়ায় জাডেজার শাস্তি ঘোষণা করা হয়েছে ৷ শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৫৮ ওভারে ঘটনাটি ঘটে ৷ সেসময় ক্রিজে ব্যাট করছিলেন দিমুথ করুণারত্নে ৷ বল করছিলেন জাডেজা ৷ করণারত্নের একটা শট ধরে তাঁর দিকেই আবার ছুঁড়ে মারেন জাডেজা ৷ অত্যন্ত বিপজ্জনক সেই থ্রো ছিল বলে মাঠেই জাডেজাকে সতর্ক করেন আম্পায়ার ৷

advertisement

এর আগেও জাডেজার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল ৷ পুরনো অপরাধ থাকায় জাডেজা শ্রীলঙ্কায় এসেছিলেন ৩ ‘ডিমেরিট’ পয়েন্ট সঙ্গে নিয়েই। গত বছর ইনদৌরে পিচের উপর দিয়ে দৌড়ে যাওয়ার জন্য এই পয়েন্টগুলো তাঁর নামের পাশে বসেছিল। এর সঙ্গে বল ছোড়ার এক পয়েন্ট যোগ হয়ে চার পয়েন্ট হওয়াতেই এক ম্যাচ নির্বাসিত হতে হল জাডেজাকে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ফের তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, পাল্লেকেলে টেস্টে নেই জাডেজা !