শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়ে নামলেও প্রতিপক্ষকে সমীহ করছে ভারতীয় দল। দলে অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে একাধিক পজিশনে একাধিক ক্রিকেটার রয়েছে। তাই প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। একঝলকে দেখে নিন কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, উমরান মালিক / অর্শদীপ সিং , মহম্মদ সিরাজ।
advertisement
অপরদিকে, টি-২০ সিরিজের হার থেকে শিক্ষা নিয়ে একদিনের সিরিজে ঘুড়ে দাঁডাতে মরিয়া শ্রীলঙ্কা। তবে প্রথম দুটি ম্যাচে যে লড়াকু ক্রিকেট খেলেছিল লঙ্কান লায়ন্সরা তা আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়েছে দাসুন শানাকার দলের। একদিনের সিরিজে ভারতের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা।
আরও পড়ুনঃ Ind vs SL: মিশন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার, লড়াই দিতে তৈরি শ্রীলঙ্কা
ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, মহেশ থেকশানা, লাহিরু কুমারা।