ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে শুরু ভাল না হলেও প্রতীকা ও হারলিন মিলে ৬৭ রানের পার্টনারশিপ করেন। এরপর হরমনপ্রীত কউরও শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেননি। ২৬তম ওভারে ইনোকা রানাভীরার হাতে ভারত হারায় হারলিন, জেমাইমা রদ্রিগেজ (০) ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের (২১) উইকেট। যার ফলে ভারতীয় দলের স্কোর ১২০/২ থেকে ১২১/৫ হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ Tilak Varma: এশিয়া কাপ জিতিয়েই বড় ঘোষণা করে দিলেন তিলক বর্মা, কী জানালেন ভারতীয় তারকা?
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় মহলা দল। এরপর অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮। কঠিন পরিস্থিতিতে যেভাবে এই দুই ব্যাটার ইনিংস খেলেছেন ও ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছেন, তা এক কথায় অনবদ্য। শেষের দিকে স্নেহ রানার ক্যামিও ষোল কলা পূর্ণ করে। অমনজোৎ ও দীপ্তির জুটি সপ্তম উইকেটের জন্য ১০৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শ্রীলঙ্কার জয়ের জন্য টার্গেট ২৭০।