গত বছরের পর অক্টোবরের পর নতুন বছরের প্রথম মাস। ফের একবার অসমের গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যাচ। মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সাপ ঠেকাতে ব্যবস্থা নিয়েছে অসম ক্রিকেট সংস্থা। মাঠে যাতে কোনওভাবে সাপের উপদ্রব না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের সব আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেট থেকে কী অবসর নেবেন রোহিত শর্মা, উত্তর দিলেন ভারত অধিনায়ক স্বয়ং
প্রসঙ্গত, শুধু মাঠে সাপ ঢুকে যাওয়া নয়, এর আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পিচ ভিজে যাওয়ার বদনামও রয়েছে গুয়াহাটি স্টেডিয়ামের। এবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ সঠিকভাবে আয়োজন করতে পারলে যে এখানে বিশ্বকাপের ম্যাচও দেওয়া হতে পারে সেই কথা জানানো হয়েছে বিসিসআইয়ের তরফে। সেই কারণেই মশা, সাপ দূরে রাখার ব্যবস্থা করার পাশাপাশি স্টেডিয়ামের যাবতীয় বিষয়ে কোনও ত্রুটি না রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অসম ক্রিকেট সংস্থা।