TRENDING:

অতীত থেকে শিক্ষা, মাঠে সাপ ঠেকাতে একাধিক পদক্ষেপ গুয়াহাটি স্টেডিয়ামে

Last Updated:

মঙ্গলবার গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম একদিনের ম্যাচ। ভারতীয় দলে ফিরছেন সিনিয়র ক্রিকেটাররা। অপরদিকে, লড়াই দিতে প্রস্তুত লঙ্কান লায়ন্সরা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: মাত্র মাস তিনেক আগের কথা। ২০২২-এর অক্টোবরে অসমের গুয়াহাটি স্টেডিয়ামেই চলছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। সেই সময় মাঠে হঠাৎই ঢুকে পড়ে এক বিশালাকার সাপ। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিকেটাররা। কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ম্যাচ। মাঠ কর্মীদের চেষ্টা সাপটিকে বাইরে বার করা হয়। তারপর শুরু হয়েছিল ম্যাচ।
advertisement

গত বছরের পর অক্টোবরের পর নতুন বছরের প্রথম মাস। ফের একবার অসমের গুয়াহাটিতে আন্তর্জাতিক ম্যাচ। মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সাপ ঠেকাতে ব্যবস্থা নিয়েছে অসম ক্রিকেট সংস্থা। মাঠে যাতে কোনওভাবে সাপের উপদ্রব না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম এবং তার আশেপাশের সব আবাসনে সাপ দূরে রাখার স্প্রে করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেট থেকে কী অবসর নেবেন রোহিত শর্মা, উত্তর দিলেন ভারত অধিনায়ক স্বয়ং

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, শুধু মাঠে সাপ ঢুকে যাওয়া নয়, এর আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পিচ ভিজে যাওয়ার বদনামও রয়েছে গুয়াহাটি স্টেডিয়ামের। এবারের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ সঠিকভাবে আয়োজন করতে পারলে যে এখানে বিশ্বকাপের ম্যাচও দেওয়া হতে পারে সেই কথা জানানো হয়েছে বিসিসআইয়ের তরফে। সেই কারণেই মশা, সাপ দূরে রাখার ব্যবস্থা করার পাশাপাশি স্টেডিয়ামের যাবতীয় বিষয়ে কোনও ত্রুটি না রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অসম ক্রিকেট সংস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অতীত থেকে শিক্ষা, মাঠে সাপ ঠেকাতে একাধিক পদক্ষেপ গুয়াহাটি স্টেডিয়ামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল