শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট কোহলি। পরিবারের সঙ্গে কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। এরইমধ্যে ইনস্টাগ্রামে দুটি স্টোরি শেয়ার করেছেন বিরাট কোহলি। একটি প্রয়াত অভিনেতা ইরফান খানের। অপরটি অভিনেতা টম হ্যাংকসের একটি ভিডিও। ইরফান খানের ছবি সহ যে লাইনটি বিরাট কোহলি শেয়ার করেছেন সেখানে লেখা, 'খ্যাতির প্রত্যাশা রোগের মতো। একদিন আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই। এই ইচ্ছা থেকে। যেখানে আর খ্যাতির কোনও প্রাধান্য থাকবে না। যেখানে জীবনের অভিজ্ঞতাই যথেষ্ট হবে।'
advertisement
এর পাশাপাশি টম হ্যাংকসের যে ছোট ভিডিওটি শেয়ার করেছেন বিরাট কোহলি সেখানে প্রখ্যাত অভিনেতা বলছেন,'এই সময়টাও একদিন কেটে যাবে।’ আপনার এখন খারাপ লাগছে? আপনি প্রচণ্ড হতাশ? খুব রাগ হচ্ছে? দেখবেন এই সময়টা কেটে যাবে। এক সময় আপনার দারুণ লাগবে। আপনার মনে হবে সব প্রশ্নের উত্তর জানেন। মনে হবে সবাই আপনার কথা শোনার জন্যে তৈরি।'
আরও পড়ুনঃ মেসির বিশ্বকাপ ফাইনালকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জানুন কীভাবে
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েপড়েছে বিরাট কোহলির এই দুই ইনস্টা স্টোরি। কেন এই দুটি শেয়ার করেছেন বিরাট কোহলি,কাকে উদ্দেশ্য করে কী বার্তা দিয়েছেন, কোনও কিছুই খোলাসা করে বলেননি প্রাক্তন ভারত অধিনায়ক। ফলে কোটি কোটি বিরাট ভক্ত থেকে শুরু ক্রিকেট মহল সকলেই ভেবে চলেছেন কোহলির এই দুটি পোস্টের কারণ। যা জানেন শুধুই বিরাট কোহলি।