ডেভিলিয়ার্সদের কোচ ওটিস গিবসন শুক্রবার বলেন, ‘‘ স্টেইন ফিট রয়েছে। কিন্তু বলতে পারছি না ওকে আপনারা এই সপ্তাহে মাঠে দেখতে পাবেন কি না।’’
দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক এমনিতেই যথেষ্ট শক্তিশালী ৷ ডেল স্টেইন ছাড়াও দলে রয়েছেন মর্নি মর্কেল, কাগিসো রাবাদা , ভার্নন ফিল্যান্ডারের মতো তারকা পেসাররা ৷ তাই তিন পেসার এক স্পিনারের ছকে খেললে আপাতত স্টেইনকে বসানোর কথাই ভাবছে প্রোটিয়ারা ৷
advertisement
গিবসন এদিন আরও বলেন, ‘‘ আমাদের তিন পেসারে নামতে হবে। সঙ্গে একজন স্পিনার। স্টেইনকে এই তিনজনের মধ্যে নেওয়ার মতো অবস্থা আছে কি না বলতে পারছি না। কারণ, ও এক বছর মাঠের বাইরে ছিল। ও যদি পুরো ম্যাচ খেলতে না পারে, তখন সমস্যা হবে। তার মানে বলছি না যে ও পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ঝুঁকি নিতে চাই না।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2018 1:50 PM IST