TRENDING:

কেপ টাউনে সম্ভবত ডেল স্টেইনকে খেলতে হচ্ছে না কোহলিদের

Last Updated:

প্রথম টেস্টে সম্ভবত খেলবেন না দক্ষিণ আফ্রিকার সেরা পেস অস্ত্র ডেল স্টেইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেপ টাউন: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ৷ কোনও প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি টেস্ট খেলতে নামবে ভারতীয় দল ৷ টেস্ট শুরুর আগে অবশ্য বিরাটরা একটা খবরের জন্য কিছুটা স্বস্তি পেতেই পারেন ৷ সেটা হল প্রথম টেস্টের দু’দিন আগেও অনিশ্চিত দক্ষিণ আফ্রিকার এক নম্বর পেসার ডেল স্টেইন ৷ চোট সারিয়ে সদ্য ফেরা স্টেইনকে সরাসরি টেস্ট খেলতে নামানোটা ঝুঁকির হয়ে যেতে পারে বলে মনে করছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট ৷
advertisement

ডেভিলিয়ার্সদের কোচ ওটিস গিবসন শুক্রবার বলেন, ‘‘ স্টেইন ফিট রয়েছে। কিন্তু বলতে পারছি না ওকে আপনারা এই সপ্তাহে মাঠে দেখতে পাবেন কি না।’’

দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক এমনিতেই যথেষ্ট শক্তিশালী ৷ ডেল স্টেইন ছাড়াও দলে রয়েছেন মর্নি মর্কেল, কাগিসো রাবাদা , ভার্নন ফিল্যান্ডারের মতো তারকা পেসাররা ৷ তাই তিন পেসার এক স্পিনারের ছকে খেললে আপাতত স্টেইনকে বসানোর কথাই ভাবছে প্রোটিয়ারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গিবসন এদিন আরও বলেন, ‘‘ আমাদের তিন পেসারে নামতে হবে। সঙ্গে একজন স্পিনার। স্টেইনকে এই তিনজনের মধ্যে নেওয়ার মতো অবস্থা আছে কি না বলতে পারছি না। কারণ, ও এক বছর মাঠের বাইরে ছিল। ও যদি পুরো ম্যাচ খেলতে না পারে, তখন সমস্যা হবে। তার মানে বলছি না যে ও পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু ঝুঁকি নিতে চাই না।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কেপ টাউনে সম্ভবত ডেল স্টেইনকে খেলতে হচ্ছে না কোহলিদের