রায়পুর: বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ‘ডাবল’ সেঞ্চুরির উপর ভর করে ৫০ ওভারে ৩৫৮ রানের পাহাড় চাপিয়েও শেষরক্ষা করতে পারল না ভারত। রায়পুরে দক্ষিণ আফ্রিকার রান তাড়া করে জেতার অনবদ্য নজিরে সিরিজ ১-১ জায়গায় গিয়ে দাঁড়াল। মার্করাম, ব্রিৎজ়কের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে চার বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা পৌঁছে যায় ৩৬২ রানে।
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে এদিনও দেখা মেলে ‘বিরাট’ দাপট। কোহলির চওড়া ব্যাটে আসে আরও একটা শতরান। একদিনের ক্রিকেটে ৫৩তম শতরান নিজের নামে করে ফেললেন বিরাট। এদিন ৯৩ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ঋতুরাজ গায়কোয়াড়ও খেলেন ১০৫ রানের অনবদ্য ইনিংস।
ব্যাট করতে নেমে ডিকক এবং মার্করামের জুটি অবশ্য শুরুতেই ভেঙে যায়। অর্শদীপের বলে ওয়াশিংটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডি’কক (৮)। এরপরেই মার্করামকে যোগ্য সঙ্গত দেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক যখন প্রসিদ্ধের বলে হর্ষিতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন, দলের রান তখন ১২৭/২। বাভুমার ব্যক্তিগত সংগ্রহ ৪৬ রান। এরপর মার্করামের সেঞ্চুরিতে ভর করে জেতার লক্ষ্যে পৌঁছতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু মার্করাম যখন ১১০ রান করে আউট হন, তখনও জেতার থেকে অনেক দূরেই ছিল বাভুমারা।
এরপর খেলা ধরেন ব্রেভিস আর ব্রিৎজ়কে। ৫৪ রান করে আউট হন ব্রেভিস। আর ব্রিৎজ়কে করেন ৬৮। শেষমেশ ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৫৯ রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। বস ২৯ এবং মহারাজ ১০ রানে অপরাজিত থাকেন। ফলে দুরন্ত এক জয়ের মাধ্যমে এবার ওয়ানডে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
