এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু ঘরের মাঠে সেই সিদ্ধান্তুই বুমেরাং হয়ে যায়। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। রেজা হেনড্রিকস, এডেন মার্করাম, ডেভিড মিলার,হেনরিক ক্লাসেন, রাসি ভ্যান ডার ডুসেনের মত তারকারা সকলেই ব্যর্থ হন।
শুরুতে টনি ডি জর্জির ২৮ রান ও শেষের দিকে অ্যানডিল ফুলেকাওয়া ৩৩ রানের ইনিংস না খেললেও আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দক্ষিণ আফ্রিকাকে। জোহানেসবার্গে সুইং ও পেস বোলিংয়ের যে প্রদর্শন করলেন অর্শদীপ সিং ও আভেশ খান তা অনবদ্য। এই দুই পেসারের কোনও জবাব ছিল না প্রোটিয়াদের সামনে।
advertisement
আরও পড়ুনঃ Aus vs Pak: অধিনায়কত্ব ছেড়ে ইতিহাস গড়লেন বাবর আজম, পার্থ টেস্টে নতুন কীর্তি
শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ৭ জন ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌছতে পারেনি। অর্শদীপ সিংয়ের ৫ ও আবেশ খানের ৪টি উইকেট ছাড়া একটি উইকেট নেন কুলদীপ যাদব। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট মাত্র ১১৭ রান।