TRENDING:

IND vs SA: অর্শদীপ একাই ৫ উইকেট, আবেশের শিকার ৪, ১১৬ রানে বান্ডিল দক্ষিণ আফ্রিকা

Last Updated:

India vs South Africa 1st ODI: জোহানেসবার্গে প্রথম একদিনের ম্যাচে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। ১১৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। একাই ৫টি উইকেট নিলেন পঞ্জাব দ্য পুত্তর অর্শদীপ। ৪টি উইকেট নেন আবেশ খান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোহানেসবার্গে প্রথম একদিনের ম্যাচে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। অর্শদীপ সিং ও আভেস খানের পেস অ্যাটাকের সামনে কোনওরকম লড়াই দিতে পারল না প্রোটিয়া ব্যাটাররা। ১১৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। একাই ৫টি উইকেট নিলেন পঞ্জাব দ্য পুত্তর অর্শদীপ। ৪টি উইকেট নেন আবেশ খান।
advertisement

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু ঘরের মাঠে সেই সিদ্ধান্তুই বুমেরাং হয়ে যায়। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। রেজা হেনড্রিকস, এডেন মার্করাম, ডেভিড মিলার,হেনরিক ক্লাসেন, রাসি ভ্যান ডার ডুসেনের মত তারকারা সকলেই ব্যর্থ হন।

শুরুতে টনি ডি জর্জির ২৮ রান ও শেষের দিকে অ্যানডিল ফুলেকাওয়া ৩৩ রানের ইনিংস না খেললেও আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দক্ষিণ আফ্রিকাকে। জোহানেসবার্গে সুইং ও পেস বোলিংয়ের যে প্রদর্শন করলেন অর্শদীপ সিং ও আভেশ খান তা অনবদ্য। এই দুই পেসারের কোনও জবাব ছিল না প্রোটিয়াদের সামনে।

advertisement

আরও পড়ুনঃ Aus vs Pak: অধিনায়কত্ব ছেড়ে ইতিহাস গড়লেন বাবর আজম, পার্থ টেস্টে নতুন কীর্তি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ৭ জন ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌছতে পারেনি। অর্শদীপ সিংয়ের ৫ ও আবেশ খানের ৪টি উইকেট ছাড়া একটি উইকেট নেন কুলদীপ যাদব। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট মাত্র ১১৭ রান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: অর্শদীপ একাই ৫ উইকেট, আবেশের শিকার ৪, ১১৬ রানে বান্ডিল দক্ষিণ আফ্রিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল