রাষ্ট্রপতির সমান নিরাপত্তা দেওয়া হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। জানা গিয়েছে, ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সবসময় দুটি এসকর্ট গাড়ি থাকবে। এমনকী, যে কোনও সময় নিজেদের ইচ্ছেমতো হোটেল থেকে বেরনোর অনুমতি পাবেন না তাঁরা।
রোজ সকালে সবার আগে কোর্ট পরিদর্শন করবে বম্ব ডিসপোজাল স্কোয়াড। তার পর খেলোয়াড়দের আনা হবে সেখানে। এমনকী খেলা চলাকালীনও বহুস্তরীয় নিরাপত্তা থাকবে। ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না পাক প্রশাসন।
advertisement
আরও পড়ুন- ক্রিকেটারদের ব্যাগ থেকে উদ্ধার বিপুল পরিমাণে মদের বোতল, শুরু হয়েছে তদন্ত
১৯৬৪ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ খেলতে গিয়েছে ভারতের টেনিস দল। ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হবে ইসলামাবাদ স্পোর্টস কমপ্লেক্সে।
পাঁচজন খেলোয়াড়-সহ মোট ৯ জনের ভারতীয় কনটিনজেন্ট ইসলামাবাদে পৌঁছেছে। রোহিত রাজপালের ভারতীয় দল অবশ্য খেলা ছাড়া বাকি কিছু নিয়ে ভাবতে নারাজ। জানা গিয়েছে, মাত্র ৫০০ জন দর্শক মাঠে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন।
আরও পড়ুন- এবার নকল রোনাল্ডো তৈরি করে ফেলেছে চিন! ছবি তুলছেন সই বিলোচ্ছেন, ভাইরাল ভিডিও
ভারতীয় দলের জন্য সারা শহরে ১০ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া আকাশপথেও চলবে টহলদারি। এর আগে পাকিস্তানে খেলতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা হয়েছিল। সেই ঘটনার পর থেকে বহু বছর পাকিস্তানে খেলতে যেতে রাজি হত না কোনও দেশের খেলোয়াড়।
পাকিস্তান সরকার দাবি করেছে, এখন পরিস্থিতি আলাদা। যে কোনও দেশের খেলোয়াড়দের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তারা তৈরি।