চিরপ্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে নামার আগে পাক দলকে যথেষ্ট সমীহ করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরীক্ষা কঠিন হলেও নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পাকিস্তানকে মাত দিতে চান বলে ম্যাচের আগের দিন জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেছেন,”বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব। তবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ম্যাচ জিততে চাই আমরা।”
advertisement
এশিয়া কাপ 2023 | Asia Cup 2023
এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য তাদের সব পরিকল্পনা তৈরি বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,”শত্রুতা নিয়ে না ভেবে আমরা শুধু একটা অন্য দেশের বিরুদ্ধে ম্যাচ হিসেবে দেখতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে। মাঠে নেমে সেই পরিকল্পনা কাজে লাগাতে চাই। ফলে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতাই লক্ষ্য।”
পাকিস্তানের পেস অ্যাটাকের মোকাবিলা করার জন্য তার দল যে তৈরি সেই কথাও জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেছিলেন,”শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের মোকাবিলা করার মত অভিজ্ঞতা আমাদের ব্যাটারদের রয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তারা খেলতে দক্ষ।” এছাড়া ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা।