TRENDING:

India vs Pakistan Asia Cup 2023: কোন অস্ত্রে পাকিস্তানকে হারাবে ভারত? ম্যাচের আগেই জানিয়ে দিলেন রোহিত

Last Updated:

India vs Pakistan Asia Cup 2023: শনিবার এশিয়া কাপে মহারণ। ২২ গজের যুদ্ধে আরও একবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান। কোন অস্ত্রে পাকিস্তানকে হারাবে ম্যাচের অনেক আগেই জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যান্ডি: শনিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের মহাম্যাচ। ২২ গজের যুদ্ধে আরও একবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। বর্তমানে একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে বাবর আজমের দলের। ফলে রোহিত শর্মার দলের কাছে এবারের চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে কোন অস্ত্রে পাকিস্তানকে হারাবে ম্যাচের অনেক আগেই জানিয়ে দিলেন ভারত অধিনায়ক।
advertisement

চিরপ্রতিদ্বন্দ্বি দেশের বিরুদ্ধে নামার আগে পাক দলকে যথেষ্ট সমীহ করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরীক্ষা কঠিন হলেও নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পাকিস্তানকে মাত দিতে চান বলে ম্যাচের আগের দিন জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেছেন,”বিশ্বের এক নম্বর দল হওয়া কঠিন ব্যাপার। তাই নিজেদের কাল একটা পরীক্ষার মধ্যে ফেলতে পারব। তবে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ম্যাচ জিততে চাই আমরা।”

advertisement

এশিয়া কাপ 2023 | Asia Cup 2023

এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে নামার জন্য তাদের সব পরিকল্পনা তৈরি বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,”শত্রুতা নিয়ে না ভেবে আমরা শুধু একটা অন্য দেশের বিরুদ্ধে ম্যাচ হিসেবে দেখতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে। মাঠে নেমে সেই পরিকল্পনা কাজে লাগাতে চাই। ফলে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জেতাই লক্ষ্য।”

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli vs Babar Azam: বিরাট কোহলি বনাম বাবর আজমের শ্রেষ্ঠত্বের লড়াই! এশিয়া কাপে এগিয়ে কে? কী বলছে পরিসংখ্যান

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাকিস্তানের পেস অ্যাটাকের মোকাবিলা করার জন্য তার দল যে তৈরি সেই কথাও জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেছিলেন,”শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের মোকাবিলা করার মত অভিজ্ঞতা আমাদের ব্যাটারদের রয়েছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তারা খেলতে দক্ষ।” এছাড়া ভারতীয় দল যে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে সেই কথাও সাফ জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan Asia Cup 2023: কোন অস্ত্রে পাকিস্তানকে হারাবে ভারত? ম্যাচের আগেই জানিয়ে দিলেন রোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল