এর আগে বৃষ্টি নেমেছিল ম্যাচের পঞ্চম ওভারে। সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ১৫। টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারতীয় দল। কিন্তু প্রথমবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর যখন ফের শুরু হয় তখনই ম্যাচে ফেরে পাকিস্তান। প্রথমে রোহিত শর্মা বোল্ড করেন শাহিন আফ্রিদি। ১১ রান ককে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। এরপর বিরাট কোহলি ক্রিজে আসেন। কিন্তু শাহিনের বল বিরাটের ব্যাটের ভিতরের কিনারায় লেগে উইকেট ভেঙে দেয়। দলের ১৫ ও ২৭ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট হারায় ভারত।
advertisement
রোহিত ও কোহলির উইকেট হারানোর পর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার ও শুভমান গিল। শ্রেয়স শুরুটাও ভালো করেছিলেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে নিজের উইকেট উপহার দিয়ে আসেন তিনি। দলের ৪৮ রানের মাথায় হ্যারিস রইফের বলে পুল মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ আউট হন শ্রেয়স আইয়ার। ১৪ রান করেন তিনি। অপরদিকে শুভমান গিল উইকেট আগলে টিকে রয়েছেন। শ্রেয়সের পর ক্রিজে আসেন ইশান কিশান। কিছু সময় খেলা চলার পরই ফের বৃষ্টি নামে। ৫১ রানে ৩ উইকেটে বন্ধ হয় খেলা।
কিছু সময় পর বৃষ্টি থামলে ফের শুরু হয় খেলা। তারপরই চতুর্থ ধাক্কা লাগে ভারতের। হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান শুভমান গিল। প্রথম থেকেই একেবারে ছন্দে মনে হয়নি শুভমানকে। টিকে থাকলেও রান করতে পারছিলেন না। টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চাপে ভারত।