TRENDING:

ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে জেনে নিন কিছু তথ্য

Last Updated:

মঙ্গলবার টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ধোনির ভারত ৷ নাগপুরে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে ধোনিরা এখন যে ফর্মে রয়েছেন, তাতে এবারের বিশ্বকাপে তাঁরাই হট ফেভারিট ৷ তবে টি২০-তে কোনও দলকেই আগের থেকে ফেভারিট ধরা যায় না ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর :  মঙ্গলবার টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ধোনির ভারত ৷ নাগপুরে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ অস্ট্রেলিয়া সফর থেকে ধরলে ধোনিরা এখন যে ফর্মে রয়েছেন, তাতে এবারের বিশ্বকাপে তাঁরাই হট ফেভারিট ৷ তবে টি২০-তে কোনও দলকেই আগের থেকে ফেভারিট ধরা যায় না ৷ ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে তাই নীচের তথ্যগুলো একটু জেনে নিন-
advertisement

১. ভারতের বিরুদ্ধে গত চারটে টি২০ ম্যাচই জিতেছে নিউজিল্যান্ড ৷ দু’বার এর মধ্যে আগে ব্যাট করেছে তাঁরা ৷ এবং দু’বার রান তাড়া করে জিতেছে কিউইরা ৷

২. ইংল্যান্ড হল একমাত্র দল যারা টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হয়েও টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে পারেনি ৷ বাকি সময় আয়োজক দেশই তাদের প্রথম ম্যাচ জিততে সফল ৷ এবছর আয়োজক দেশ ভারত ৷ ধোনিরা মঙ্গলবার কী করেন, সেটাই এখন দেখার ৷

advertisement

৩. নাগপুর স্টেডিয়ামে এই নিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে চলেছে ভারত ৷ এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাঠে হারতে হয়েছিল মেন ইন ব্লু’রা ৷

৪. ঘরের মাঠে টি২০ রেকর্ড খুব একটা ভালো নয় ধোনিদের ৷ সাতটা ম্যাচ জিতলেও আটটায় এর আগে হেরেছে ভারত ৷ যদিও শেষ দুটি টি২০-তে ঘরের মাঠে জিতেছে ভারত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৫. চলতি বছরে ইতিমধ্যেই ১১৭ গড়ে ৩৫২ রান টি২০-তে করে ফেলেছে বিরাট কোহলি ৷ গত দশটি ইনিংসের মধ্যে আটটিতেই ৪০ রানের বেশি করেছেন তিনি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে জেনে নিন কিছু তথ্য