TRENDING:

India vs New Zealand, 3rd ODI: ভারতের সামনে জয়ের টার্গেট ২৪৪ রানের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউজিল্যান্ড: ২৪৩ ( ৪৯ ওভার)
advertisement

মাউন্ট মঙ্গানুই: রস টেলর (৯৩) একা লড়লেও মাউন্ট মঙ্গানুইতে সোমবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের প্রায় বোতলবন্দী করে রাখলেন ভারতের বোলাররা ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন ব্ল্যাক ক্যাপসরা ৷ 

দুই ওপেনার গাপ্তিল (১৩) এবং মুনরো (৭) আউট হওয়ার পর রান পাননি অধিনায়ক কেন উইলিয়ামসন (২৮)-ও ৷ এরপর ল্যাথাম (৫১)-কে সঙ্গী করে দলের রানকে এগিয়ে নিয়ে যান রস টেলর ৷ অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি ৷ ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ৯৩ রান করেন তিনি ৷

advertisement

বল হাতে এদিনের ‘হিরো’ অবশ্য মহম্মদ শামি ৷ ৯ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর, চাহাল এবং পান্ডিয়া ৷

বাংলা খবর/ খবর/খেলা/
India vs New Zealand, 3rd ODI: ভারতের সামনে জয়ের টার্গেট ২৪৪ রানের