মাউন্ট মঙ্গানুই: রস টেলর (৯৩) একা লড়লেও মাউন্ট মঙ্গানুইতে সোমবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের প্রায় বোতলবন্দী করে রাখলেন ভারতের বোলাররা ৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন ব্ল্যাক ক্যাপসরা ৷
দুই ওপেনার গাপ্তিল (১৩) এবং মুনরো (৭) আউট হওয়ার পর রান পাননি অধিনায়ক কেন উইলিয়ামসন (২৮)-ও ৷ এরপর ল্যাথাম (৫১)-কে সঙ্গী করে দলের রানকে এগিয়ে নিয়ে যান রস টেলর ৷ অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি ৷ ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ৯৩ রান করেন তিনি ৷
advertisement
বল হাতে এদিনের ‘হিরো’ অবশ্য মহম্মদ শামি ৷ ৯ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ পাশাপাশি দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর, চাহাল এবং পান্ডিয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2019 11:20 AM IST