আইপিএলের দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে দলে জায়গা পেয়েছেন কেকেআর অলরাউন্ডার ভেঙ্কটেশ আইআর, দিল্লির আবেশ খান, চেন্নাই সুপার কিংস দলের ঋতুরাজ গায়কোয়াড়। কাম ব্যাক হল যুজবেন্দ্র চাহালের। বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। বিশ্রাম দেওয়া হল বিরাট কোহলিকে। টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেই থাকবেন।
advertisement
১৭, ১৯ ও ২১ নভেম্বর তিনটি টি ২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে জয়পুর, রাঁচি ও কলকাতায়। প্রথম টেস্ট কানপুরে। যেহেতু আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতের কোনও একদিনের আন্তর্জাতিক নেই, তাই ওই সফরের আগে একদিনের দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারত তিনটি করে টেস্ট ও ওয়ান ডে এবং চারটি টি ২০ আন্তর্জাতিক খেলবে।
তারপর ভারতের ওয়ান ডে সিরিজ রয়েছে ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহকে। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হর্ষল প্যাটেল দলে জায়গা পেয়েছেন। শ্রেয়স আইয়ারও কামব্যাক করলেন। সিরাজ ফিরে এসেছেন টি টোয়েন্টিতে। উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ এবং ঈশান কিষান রয়েছেন দলে।নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, দু'বছর আগে একদিনের বিশ্বকাপ এবং এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হারতে হয়েছিল ভারতকে। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপ্সদের হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা ভারতীয় দলের।