তিরুঅনন্তপুরম সঞ্জু স্যামসনের নিজের রাজ্য কেরালার রাজধানী। ঘরের মাঠে খেলতে নামার আগে অধিনায়ক সূর্যকুমার যাদব মজা করে আশপাশের লোকজনকে বলেন, “চেট্টাকে বিরক্ত করবেন না।” মালয়ালম ভাষায় ‘চেট্টা’ মানে বড় ভাই। এই কথায় যেমন সূর্য হাসছিলেন, তেমনই সঞ্জুর মুখেও ছিল প্রশস্ত হাসি। এই ছোট্ট ঘটনাই দেখিয়ে দেয়, কঠিন সময়েও সঞ্জুকে মানসিকভাবে স্বস্তিতে রাখার চেষ্টা করছে দল।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিং লাইনআপ দুর্দান্ত ফর্মে থাকলেও সঞ্জু এখনও নিজের ছন্দ খুঁজে পাননি। সিরিজের চার ম্যাচে তাঁর রান ১০, ৬, ০ এবং ২৪। শুভমান গিলের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পরেও এখনও পর্যন্ত একটি অর্ধশতরানও করতে পারেননি তিনি। অধিকাংশ ম্যাচেই পাওয়ারপ্লে পার করতে ব্যর্থ হয়েছেন সঞ্জু।
আরও পড়ুনঃ যা এর আগে কখনও ঘটেনি তা হবে এবার! টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী!
এই ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ। সিরিজে ইতিমধ্যেই ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে এবং লক্ষ্য থাকবে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার। গ্রিনফিল্ড স্টেডিয়াম ব্যাটসম্যানদের জন্য পরিচিত মাঠ, যেখানে অতীতে বড় রান দেখা গেছে। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে নামা সঞ্জু স্যামসনের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ থাকছে।
