TRENDING:

IND vs NZ: শ্রেয়স আইয়ারের অসাধারণ নজির, ভারত বনাম নিউজিল্যান্ডের 4th Day তে পেলেন অর্ধশতরান

Last Updated:

IND vs NZ: কোনও ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer) কেরিয়ারে এই প্রথম অভিষেক টেস্টের দুটি ইনিংসে শতরান ও অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে কানপুরে (Kanpur Test) প্রথম টেস্ট হচ্ছে৷ আজ ম্যাচের চতুর্থ দিন (4th Day) দ্বিতীয় ইনিংসে শ্রেয়স আইয়ার  (Shreyas Iyer) সংকটমোচনকারীর ভূমিকায় এলেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্টের চতুর্থদিনে (4th Day) তিনি অর্ধশতরান (Shreyas Iyer Half Century) করেন৷ এরই সঙ্গে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন৷ কোনও ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer) কেরিয়ারে এই প্রথম অভিষেক টেস্টের দুটি ইনিংসে শতরান ও অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করল৷
Shreyas Iyer becomes the 1st indian cricketer to score a century and 50 on test debut- Photo-AP
Shreyas Iyer becomes the 1st indian cricketer to score a century and 50 on test debut- Photo-AP
advertisement

শ্রেয়স আইয়ারের  (Shreyas Iyer)  আগে সুনীল গাভাসকর ১৯৭১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দুটি ইনিংসেই অর্ধশতরান করেছিলেন৷ দিলাবর হুসেন অভিষেক টেস্টে দুটি ইনিংসেই অর্ধশতরানকারী প্রথম ভারতীয় ক্রিকেটার ছিলেন৷ তিনি ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাফল্য পেয়েছিলেন৷ কিন্তু এই দুটি ক্রিকেটার কেন অন্য কোনও ভারতীয় ক্রিকেটারই প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের কৃতিত্ব বাইশ গজে করে দেখাতে পারেননি৷

advertisement

আরও পড়ুন - Gautam Gambhir Death Threat: ‘‘দিল্লি পুলিশের মধ্যেই লোক আছে, বাঁচতে পারবে না’’, ফের প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্বিতীয় ইনিংসে ১২৫ বলে ৬৫ রান (Shreyas Iyer Half Century ) করে আউট হন৷ তাঁর উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি তাঁর উইকেট নেন৷

advertisement

ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টেস্টের চতুর্থদিনে (4th Day) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্বিতীয় ইনিংসে ১২৫ বলে ৬৫ রান করেন৷ শ্রেয়স এই ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন৷ কিন্তু আউট হওয়ার আগে টিম সাউদি ৬৫ করেন এবং টিম সাউদির শিকার হন৷ তিনি ষষ্ঠ উইকেটে রবিচন্দ্রন অশ্বিন  (R Ashwin) এবং সপ্তম উইকেটে চোট পাওয়া ঋদ্ধিমান সাহার (Wriddiman Saha)  সঙ্গে ৬৪ রান পার্টনারশিপ করেন৷ শ্রেয়সের সাহসী ইনিংসের দৌলতে ভারত নিউজিল্যান্ডের থেকে ২০০ রানের লিড হাসিল করে নেয়৷

advertisement

আরও পড়ুন - Kerala Model Death Case: একইসঙ্গে দুই সুন্দরী মডেলের মর্মান্তিক মৃত্যু, খুন নাকি অ্যাক্সিডেন্ট!

এর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথম ইনিংসে ১০৫ রান করেন৷ তিনি অভিষেকে শতরানকারী ষোড়শ ভারতীয় ক্রিকেটার হলে৷ এই কৃতিত্বের অধিকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন লালা অমরনাথ৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩৩ মুম্বই টেস্টে এই নজির গড়েছিলেন৷ শ্রেয়সের আগে পৃথ্বী শ এই কৃতিত্ব অর্জন করেছিলেন৷

advertisement

পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে মুম্বইতে এই কাজ করেছিলেন৷ পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২০১৮-র অক্টোবরে এই কাজ করেছিলেন৷ রাজকোটে সেই টেস্ট খেলা হয়েছিল৷ তিনি ১৩৪ রান করেছিলেন৷ ২০১৩ সালে রোহিত শর্মা এই নজির অর্জন করেছিলেন৷ তিনিও ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রান করেছিলেন৷ শ্রেয়স, রোহিত, পৃথ্বী তিনজনেই মুম্বইয়ের৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) প্রথম টেস্টে শতরান করা দ্বিতীয় ভারতীয়৷ তার আগে গুণ্ডাপ্পা বিশ্বনাথ ৷ আইয়ার টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে অভিষেক করেন ২০১৭ সালে৷ তিনি অবশ্য ৪ বছর বাদে টেস্ট ক্রিকেটে সুযোগ পেলেন৷ তিনি টেস্ট  খেলা ৩০৩ তম ভারতীয় ক্রিকেটার৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: শ্রেয়স আইয়ারের অসাধারণ নজির, ভারত বনাম নিউজিল্যান্ডের 4th Day তে পেলেন অর্ধশতরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল