TRENDING:

Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর

Last Updated:

বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মা, শ্বেস শরাওয়াত, রিচা ঘোষ, তিতাস সাধুরা। একইসঙ্গে চলছে পুরস্কারের বন্যাও। এবার জানা গেল বুধবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেদাবাদ: অনুর্ধ্ব মহিলা ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিসা তৈরি করেছে ভারতীয় দল। ভারতীয় মহিলা ক্রিকেট প্রথম পেল বিশ্বজয়ের স্বাদ। যাকে দেশের মহিলা ক্রিকেটের সোনালী দিন ও নবজাগরণ হিসেবেও দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষ, তিতাস সাধুরা। একইসঙ্গে চলছে পুরস্কারের বন্যাও। এবার জানা গেল বুধবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
Sachin Tendulkar
Sachin Tendulkar
advertisement

শেফালি ভার্মারা বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জয় শাহ জানিয়েছিলেন অনুর্ধ্ব ১৯ দলের সব সদস্য সহ সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে জানা গিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে। তবে এবার জানা গেল টসের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর শেফালি ভার্মার দলকে সংবর্ধিত করবেন খোদ সচিন তেন্ডুলকর।

advertisement

জয় শাহ আজ রাতে টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।

advertisement

advertisement

আরও পড়ুনঃ মাথা নত করে ভারতীয় দলকে শুভেচ্ছে নীরজের, ভাইরাল সোনার ছেলের মন ছুঁয়ে যাওয়া ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল