টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। আমেদাবাদে তৃতীয় ম্যাচে ১৬৮ রানের রেকর্ড ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। এরপর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হার্দিক পান্ডিয়ার হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি তুলে দেওয়ার পর, তিনি সেই কাপটি পৃথ্বী শ-এর হাতে তুলে দেন। ট্রফি হাতে পেয়ে খুশি দেখায় পৃথ্বিকে। পৃথ্বি শি-ই ট্রফি নিয়ে গোটা দলের সঙ্গে সেলিব্রেশনে মাতেন। সকলের সঙ্গে ফটো সেশন করেন পৃথ্বি। বিসিসিআইয়ের তরফ থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
প্রসঙ্গত, আমেদাবাদে সিরিজের তৃতীয় ও নির্ণায়ক টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ভারতীয় দল। ৬৩ বলে ১২৬ রানের বিধ্বংসী ব্যাটিং করেন শুবমান গিল। ১২টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এছাড়া ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠী, ৩০ রান করে হার্দিক পান্ডিয়া, ২৪ রান করেন সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় কিউইরা। সর্বোচ্চ ৪টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট নেন অর্শদীপ সিং, উমরান মালিক ও শিবম মাভি। ১৬৮ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। একইসঙ্গে সিরিজও।