গত বছর ১৮ ডিসেম্বর লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্টিনার। প্রতিযোগিতায় ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে সেরা প্লেয়ার হয়ে গোল্ডেন বলও পেয়েছিলেন মেসি।
2/ 8
অপরদিকে, ফাইনালে হ্যাটট্রিক করলেও টানা দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই থেকে গিয়েছিল ফরাসী তারকা কিলিয়ান এমবাপের। বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে পেয়েছিলেন গোল্ডেন বুট।
3/ 8
বিশ্বকাপের পর বছর শেষ হতেই জল্পনা চলছিল ২০২২-এর সালের সেরা ফুটবলার কে হবে। মেসি, এমবাপে, বেঞ্জিমা, লেওনডস্কি না নেইমার, রোনাল্ডো। সকলেই অপেক্ষায় ছিল সেটা জানার।
4/ 8
অবশেষে বিশ্বকাপ ফাইনালের মত ফের একবার এই লড়াইতেও নিকটতম প্রতিদ্বন্দ্বি এমবাপেকে হারিয়ে দিলেন মেসি। বর্ষসেরা ফুটবলার মনোনীত হলেন আর্জেন্টাইন মহাতারকা।
5/ 8
মেসি ছাড়া সেরা পাঁচে দ্বিতীয় এমবাপে, তৃতীয় বেঞ্জিমা, চতুর্থ আরলিং হালান্ড ও পঞ্চম লুকা মদ্রিচ। এই তালিকায় ১২তম স্থানে নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবস্থান ৫১তম স্থানে।
6/ 8
ইংলিশ সংবাদ মাধ্যমের তরফ থেকে মেসিকে ২০২২ সালের সেরা প্লেয়ার বাছা হয়েছে। এই সম্মান পেয়ে খুশি মেসি। ধন্যবাদ জানিয়েছেন গার্ডিয়ান সংবাদ মাধ্যমকে।
7/ 8
মাঠের সবদিক বিবেচনা করে প্রতিবছর সেরা ১০০ ফুটবলার বাছাই করে গার্ডিয়ান। সেখান থেকে ২০৬ জনের একটি নির্বাচক প্যানেলের ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হয়েছেন মেসি।
8/ 8
তবে এখনও ফিফা বর্ষসেরা ফুটবলার ও ব্যালন ডি অর অ্যাওয়ার্ড ঘোষণা বাকি রয়েছে। সেখানে কোনও তারকা বাজিমাত করেন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
গত বছর ১৮ ডিসেম্বর লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বজয়ের স্বপ্নপূরণ হয়েছে আর্জেন্টিনার। প্রতিযোগিতায় ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে সেরা প্লেয়ার হয়ে গোল্ডেন বলও পেয়েছিলেন মেসি।
Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
অপরদিকে, ফাইনালে হ্যাটট্রিক করলেও টানা দ্বিতীয়বার বিশ্বজয় অধরাই থেকে গিয়েছিল ফরাসী তারকা কিলিয়ান এমবাপের। বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে পেয়েছিলেন গোল্ডেন বুট।
Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
বিশ্বকাপের পর বছর শেষ হতেই জল্পনা চলছিল ২০২২-এর সালের সেরা ফুটবলার কে হবে। মেসি, এমবাপে, বেঞ্জিমা, লেওনডস্কি না নেইমার, রোনাল্ডো। সকলেই অপেক্ষায় ছিল সেটা জানার।
Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
মেসি ছাড়া সেরা পাঁচে দ্বিতীয় এমবাপে, তৃতীয় বেঞ্জিমা, চতুর্থ আরলিং হালান্ড ও পঞ্চম লুকা মদ্রিচ। এই তালিকায় ১২তম স্থানে নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবস্থান ৫১তম স্থানে।
Lionel Messi: পারলেন না এমবাপে-রোনাল্ডো-নেইমাররা, 'বর্ষসেরা ফুটবলার' হলেন মেসি
মাঠের সবদিক বিবেচনা করে প্রতিবছর সেরা ১০০ ফুটবলার বাছাই করে গার্ডিয়ান। সেখান থেকে ২০৬ জনের একটি নির্বাচক প্যানেলের ভোটের মাধ্যমে সেরা নির্বাচিত হয়েছেন মেসি।