ভারত শেষবার ২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছিল। ১২ বছর পর আবার এই শিরোপা জিততে চায় টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া টানা ৪টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে, এবার সামনে নিউজিল্যান্ড।
এবার লিগের ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছিল কিউয়িরা। দুবাইয়ে লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দলই। তবে এবার সবার চোখ ফাইনালের দিকে। টসের পর অনেকে ড্রিম 11 টিম তৈরি শুরু করেন। আপনিও যদি দলের ফাইনালে আপনার স্বপ্নের দল বানাতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য উপকারী হতে পারে। তবে মনে রাখবেন, এই ধরণের খেলা ঝুঁকিপূর্ণ, News18 বাংলা কোনওভাবেই পাঠকদের প্ররোচনা দেয় না।
advertisement
ফাইনালের এক দিন আগে, আমরা আপনাকে বলতে চলেছি, কোন ১১ জন খেলোয়াড়কে আপনি আপনার স্বপ্নের দলে বাজি হিসেবে ধরতে পারেন! চেজ মাস্টার বিরাট কোহলি অধিনায়কত্বের জন্য ভাল অপশন হতে পারেন। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন কোহলি। ৪ ম্যাচে তিনি ২১৭ রান করেছেন।
আরও পড়ুন- IND vs NZ Final: ফাইনালে সবথেকে বড় চমক! দুই দল নামাবে কোন ১১ জনকে? ফাঁস রণনীতি!
এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেন। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়। সেদিনও কোহলি ছিলেন দুরন্ত।
চেজ মাস্টার হিসেবে খ্যাত কোহলি। রান তাড়া করার মতো পরিস্থিতিতে তাঁর চেয়ে ভাল বিকল্প আর কেউ হতে পারে না! তিনি বড় ম্যাচের খেলোয়াড়। সহ-অধিনায়কের জন্য রাচিন রবীন্দ্র। রাচিন এই টুর্নামেন্টে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করেছেন। ৩ ম্যাচে ২২৬ রান করেছেন। রয়েছে ২টি সেঞ্চুরি।
আরও পড়ুন- রোহিত-বিরাট আলাদা কথা, কোন মেঘ ঘনাচ্ছে ভারতীয় দলের মাথায়, ফাইনালের আগে নয়া চিন্তা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ১০৮ রানের ইনিংস খেলেন। লিগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন রাচিন।
DREAM 11 টিম যেমন হতে পারে-
অধিনায়ক- বিরাট কোহলি
সহ-অধিনায়ক- রাচিন রবীন্দ্র
উইকেটকিপার- কেএল রাহুল
ব্যাটসম্যান- শুভমান গিল, বিরাট কোহলি, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন
অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস
বোলার- মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, উইল ও’রকে।