TRENDING:

Ind vs NZ: প্রথম টি টোয়েন্টি জয়পুরে কি বৃষ্টির সম্ভবনা, জানুন ওয়েদার আপডেট

Last Updated:

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) প্রথম টি টোয়েন্টি (T20) খেলা হবে আজ অর্থাৎ বুধবার৷ খেলা হবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) প্রথম টি টোয়েন্টি (T20) খেলা হবে আজ অর্থাৎ বুধবার৷ খেলা হবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে৷ ভারত বনাম নিউজিল্যান্ড তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে৷ রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় ক্রিকেট (Cricket) দলের অধিনায়কত্ব করবেন৷ সেখান টিম সাউদি নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন৷ আসলে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন বলে টি টোয়েন্টি সিরিজে খেলবেন না৷ আজকের খেলা সন্ধ্যা সাতটায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে খেলা হবে৷ এই ম্যাচে একেবারে অন্যরকমের একটা ভারতীয় দলকে দেখতে পাওয়া যাবে৷
India vs New Zealand: 1st t20 jaipur weather update- Photo-AP
India vs New Zealand: 1st t20 jaipur weather update- Photo-AP
advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ -এ ভারতের অভিযান শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ তারপর সেই ব্যাটন গেছে রোহিত শর্মার কাছে৷ তিনি এই ম্যাচ থেকেই পুরোপুরি অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন৷ এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ খেলাবেন রাহুল দ্রাবিড়  (Rahul Dravid)৷

advertisement

জয়পুরের আবহাওয়ার পূর্বাভাস

আজকের ওয়েদার আপডেটের কথা বলতে গেলে রাজস্থানের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে জয়পুরে বৃষ্টির সম্ভবনা বেশ কম৷ ম্যাচ সন্ধ্যাবেলায় খেলা হবে৷ সেখানে তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির মধ্যে থাকবে৷ সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস নেই৷ কিন্তু দ্বিতীয় ইনিংস বৃষ্টির সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

আরও পড়ুন - এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ

advertisement

আরও পড়ুন - Health Tips: সামলে দেয় অনেক সমস্যা, কোন কোন অসুস্থতায় ORS খাওয়া উচিত

দিল্লিতে দূষণের জেরে রাজস্থানকেও প্রভাবিত করছে৷ কিন্তু এর আগেই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল জানিয়েছেন এর জন্য খেলাতে কোনও প্রভাব পড়বে না৷ ম্যাচ যেমন যেমন এগোতে থাকবে স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে৷ এই পিচে হাই স্কোরিং ম্যাচ হবে এমন বলছে ওয়াকিবহাল মহল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের দুপুরে একটু রোমাঞ্চ আর ইতিহাসের গন্ধ একসঙ্গে পেতে চান? ঘুরে আসুন 'এই' জায়গায়
আরও দেখুন

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকদিন পরেই শুরু হচ্ছে , তাই সিনিয়রদের অনেককেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে৷ এবার তাদের বাইরে যে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন-নতুন কোচ , নতুন অধিনায়কের তত্বাবধানে তাঁদের নিজেদের তুলে ধরার চ্যালেঞ্জ৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: প্রথম টি টোয়েন্টি জয়পুরে কি বৃষ্টির সম্ভবনা, জানুন ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল