টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ -এ ভারতের অভিযান শেষ হওয়ার পর বিরাট কোহলি (Virat Kohli) ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ তারপর সেই ব্যাটন গেছে রোহিত শর্মার কাছে৷ তিনি এই ম্যাচ থেকেই পুরোপুরি অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন৷ এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ খেলাবেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷
advertisement
জয়পুরের আবহাওয়ার পূর্বাভাস
আজকের ওয়েদার আপডেটের কথা বলতে গেলে রাজস্থানের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে জয়পুরে বৃষ্টির সম্ভবনা বেশ কম৷ ম্যাচ সন্ধ্যাবেলায় খেলা হবে৷ সেখানে তাপমাত্রা ১৫-২০ ডিগ্রির মধ্যে থাকবে৷ সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস নেই৷ কিন্তু দ্বিতীয় ইনিংস বৃষ্টির সম্ভবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷
আরও পড়ুন - এবার ICC-তে ‘দাদাগিরি’, কুম্বলকে সরিয়ে সেখানে সৌরভ
আরও পড়ুন - Health Tips: সামলে দেয় অনেক সমস্যা, কোন কোন অসুস্থতায় ORS খাওয়া উচিত
দিল্লিতে দূষণের জেরে রাজস্থানকেও প্রভাবিত করছে৷ কিন্তু এর আগেই ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল জানিয়েছেন এর জন্য খেলাতে কোনও প্রভাব পড়বে না৷ ম্যাচ যেমন যেমন এগোতে থাকবে স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হয়ে উঠবে৷ এই পিচে হাই স্কোরিং ম্যাচ হবে এমন বলছে ওয়াকিবহাল মহল৷
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকদিন পরেই শুরু হচ্ছে , তাই সিনিয়রদের অনেককেই এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে৷ এবার তাদের বাইরে যে তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন-নতুন কোচ , নতুন অধিনায়কের তত্বাবধানে তাঁদের নিজেদের তুলে ধরার চ্যালেঞ্জ৷