TRENDING:

India vs Nepal Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের লড়াকু ব্যাটিং, জয়ের জন্য রোহিত-বিরাটদের টার্গেট ২৩১

Last Updated:

Asia Cup 2023 India vs Nepal: অলআউট হলেও ভারতের মত ক্রিকেটে শক্তিধর দেশের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের ব্যাটিং। ২৩০ রান করল ক্রিকেট বিশ্বে নবাগত এই দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্যান্ডি: অলআউট হলেও ভারতের মত ক্রিকেটে শক্তিধর দেশের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের ব্যাটিং। বলা চলে প্রথম ম্যাচে পাকিস্তানের পেস অ্যাটাক দেখিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনের টপ অর্ডারের দুর্বলতা। আর দ্বিতীয় ম্যাচে নেপাল কিছুটা হলেও বুঝিয়ে দিল বড় ম্যাচ জিততে হলে এখনও অনেক কাজ করতে হবে ভারতীয় বোলিং লাইনকেও। ভারতকে ২৩১ রানের টার্গেট দিল ক্রিকেট বিশ্বে নবাগত নেপাল।
ভারত বনাম নেপাল
ভারত বনাম নেপাল
advertisement

পাকিস্তান ম্যাচের পর নেপাল ম্যাচেও টস ভাগ সাথ দেয় রোহিত শর্মার। মেঘলা আবহাওয়ায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। কিন্তু শুরুটা ততটা ভালো হয়নি ভারতের। প্রথম ৫ ওভারে ৩টি ক্যাচ মিস করে ভারতীয় দল। ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়র, বিরাট কোহলি ও ইশান কিশান। যার খেসারতও দিতে হয়। এরপরই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন নেপালের দুই ওপেনার। অর্ধশতরানের পার্টনারশিপ করার পাশাপাশি প্রথম ১০ ওভারে ৬-এর বেশি রান রেটে ব্যাটিং করে নেপাল।

advertisement

এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও নেপালের ব্যাটাররা ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অর্ধশতরান করেন আসিফ সেইখ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ৪৮ রানের ইনিংস খেলেন সোমপাল কামি। এই দুই ব্যাটারের প্রশংসা শোনা যায় ধারাভাষ্যকারদের গলাতেও। এছাড়া ২৯ রান করেন দীপেন্দ্র সিং আইরে ও ২৩ রান করেন গুলশান ঝাঁ। শেষে পর্যন্ত ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় নেপাল।

advertisement

আরও পড়ুনঃ Jasprit Bumrah: পুত্র সন্তানের বাবা হলেন জসপ্রীত বুমরাহ, ছেলের নামও জানিয়ে দিলেন তারকা পেসার

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

ভারতীয় বোলারদের যেভাবে মোকাবিলা করেছে নেপাল তা সত্যিই প্রশংসনীয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা। তবে সিরাজ সবথেকে বেশি ৬১ রানও খরচ করেন। এছাড়া একটি করে উইকেট পান মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। জয়ের জন্য ভারতের টার্গেট ২৩১।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Nepal Asia Cup 2023: ভারতের বিরুদ্ধে নজর কাড়ল নেপালের লড়াকু ব্যাটিং, জয়ের জন্য রোহিত-বিরাটদের টার্গেট ২৩১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল