TRENDING:

হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট

Last Updated:

রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডাবলিন: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের দুটি দল, দুটি আলাদা দেশে সফরে গেছে৷ একটি দল রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডে খেলতে গিয়েছিল৷ যদিও সেখানে কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন হিটম্যান৷ অন্য দলটি হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আয়ারল্যান্ডে খেলতে গেছে৷ ইংল্যান্ডের প্রথম ম্যাচ ১ জুলাই থেকে শুরু হবে৷ কিন্তু আয়ারল্যান্ডে আজ থেকেই ম্যাচ শুরু হচ্ছে৷ হার্দিক প্রথমবার টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেব পরীক্ষা দেবেন৷  এই সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিজেদের বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখে নেবেন৷ কিন্তু প্রথম টি টোয়েন্টি নিয়ে একটা খারাপ খবর সামনে এসেছে৷ আসলে প্রথম টি টোয়েন্টিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ভারত বনাম আয়ারল্যান্ড এই ম্যাচ রাত ৯ টায় শুরু হত৷
know today weather and pitch report
know today weather and pitch report
advertisement

অ্যাকুওয়েদার ডট কম অনুযায়ি, রবিবার ডাবলিনে দিনভর মেঘ ছেয়ে থাকবে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভবনা ৯০ শতাংশ অবধি থাকবে৷ ম্যাচ চলাকালীনও বৃষ্টি হওয়ার প্রবল সম্ভবনা৷ ক্রিকেট ম্যাচ চলাকালীন এই ধরণের ঘটনা ঘটলে ফ্যানদের ভাগ্যে শুধু নিরাশাই আসবে৷ দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ সন্ধ্যা হতে হতে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে৷ এরপর  বৃষ্টি হলে প্লেয়িং কন্ডিশন কতটা কার্যকারী থাকবে তা নির্ভর করবে৷ ডাবলিনে এখন তাপমাত্রা অনেক কম৷ এতে বৃষ্টির কারণে জোরে বোলার অতিরিক্ত আদ্রর্তার ফায়দা ওঠাতে হবে৷

advertisement

ব্যাটসম্যানদের জন্য ভাল পিচ

advertisement

ডাবলিনের মালাহাইডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে৷ পাশাপাশি পিচে ভাল বাউন্স থাকবে৷ এই অবস্থায় বল ব্যাটে ভালভাবে আসবে শট নেওয়া খুব সহজ হবে না৷ এই ময়দানে এখনও অবধি ১৫ টি টোয়েন্টি মোকাবিলা খেলা হয়েছে৷ এখানে ব্যাট করা দল ৬ বার প্রথমে ব্যাট করা দল, এবং রান তাড়া করা দল ৯ বার জিতেছে৷

advertisement

আরও পড়ুন - West Bengal Weather Update: ভারী বৃষ্টির অ্যালার্ট জারি উত্তরে, দক্ষিণেও বৃষ্টি বাড়ার আশঙ্কা, লেটেস্ট ওয়েদার আপডেট

এই থেকে মনে করা হচ্ছে পিচ ব্যাটম্যানদের জন্য অনেকটাই ভাল হবে৷ এই সময়ে গত পাঁচ টি টোয়েন্টি-র ৩ টি তে ১৮০-র বেশি স্কোর হতেই থাক৷ এই ময়দানে প্রথম ইনিংস গড়ে ১৬০ এবং দ্বিতীয় ইনিংস ১৪০ রান করে৷ এই ময়দানে সবচেয়ে বড় স্কোর ২৫২/৩, এবং ৭০ রান ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার সমুদ্রতটে ওগুলো কী...? যেন সবুজ কার্পেটে ঢেকেছে স্নানঘাট, 'ফাঁদে' পড়ছেন পর্যটকরা!
আরও দেখুন

আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবরিনও মালাহাইডের উইকেটে ভাল ব্যাটিং করেন৷ তিনি বলেছেন, ‘‘যেখানে এই পিচ ভালভাবে বল আসে৷ প্রথম ম্যাচে মেজাজ এরকই থাকে৷ ’’

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
হার্দিক পান্ডিয়ার প্রথম পরীক্ষা, কিন্তু বৃষ্টি কি ভিলেন হতে পারে নাকি! জানুন আয়ারল্যান্ডের আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল