এখনও পর্যন্ত যা আপডেট, ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টে নামতে পারেন বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তাঁর হাতের চোট সেরে গিয়েছে বলে খবর। ম্যানেজমেন্ট অর্শদীপকে দলে রেখেই দল সাজানোর পরিকল্পনা করছে বলেও জানা গিয়েছে। ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।
২৫ বছরের অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। তবে এখনও টেস্ট খেলেননি। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হন। সেবার ১৭টা উইকেট নেন তিনি। অনেকেরই মনে আছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯তম ওভারে বোলিং করেন অর্শদীপ। ওই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন- ‘Go F*** Off’! হঠাৎ ক্ষেপে গিয়ে মাঠেই অশ্রাব্য গালিগালাজ করলেন গম্ভীর, কার উপর রেগে গেলেন?
ওভালের যা আবহওয়া তাতে অর্শদীপের বোলিং কার্যকরী হতে পারে বলে মনে করছেন অনেকে। ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ২-১-এ। ম্যানচেস্টারে ভারত একসময়ে হারের গন্ধ পেয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেন। সেই ম্যাচে কম বিতর্ক হয়নি।
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারত লড়াই করে ম্যাচ ড্র করে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরানের দৌলতে ভারত ম্যাচ ড্র করে। তবে শেষ টেস্টে ভারত জিতলে সিরিজ ড্র করতে পারবে। এমন পরিস্থিতিতে যে কোনওভাবে টিম ইন্ডিয়া সিরিজের শেষ টেস্ট ম্যাচে জয় চাইবে।