এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন হায়াদরাবাদ টেস্ট জয়কে ভারতকে ঘরের মাঠে হারানো ইংল্যান্ডের সেরা টেস্ট জয় হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকী রোহিত শর্মার বদলে বিরাট কোহলি যদি হায়দরাবাদ টেস্টে ভারতের অধিনাকত্ব করতেন, তাহলে ভারত প্রথম টেস্ট হারত না বলেই মনে করেন মাইকেল ভন।
এই বিষয়ে ওই সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন,”ভারতীয় দল হায়দরাবাদ টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্বকে ব্যাপকভাবে মিস করেছে। বিরাটের হাতে অধিনায়কত্ব থাকলে প্রথম টেস্ট ভারত হারত না। রোহিত সেদিন পুরোপুরি অফ ছিল এবং সাদামাটা অধিনায়কত্ব করেছেন।” রোহিতের অধিনায়কত্বের সমালোচনা করলেও ভারত অধিনায়ক একজন কিংবদন্তী ব্যাটার বলেছেন মাইকেল ভন।
advertisement
আরও পড়ুনঃ Ind vs Eng: বিশাখাপত্তনমে নতুন বাজবল! দ্বিতীয় টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারী ম্যাকালামের
অন্যদিকে জিওফ্রে বয়কট এক সাক্ষাৎকারে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী রোহিত শর্মা নিজের সেরা সময়টা পেরিয়ে এসেছে বলেও জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা। ভারতের ফিল্ডিংয়েরও সমালোচনা করেছেন জিওফ্রে বয়কট। এছাড়া কোহলির না থাকাটা ইংল্যান্ডের জন্য ভালো খবর ও কোহলি আসার আগে দ্বিতীয় টেস্টও বেন স্টোকসদের জিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন জিওফ্রে বয়কট।