TRENDING:

U19 World Cup Final: প্রথমে ব্যাটিং পেলে আজ কমপক্ষে ৩২০ তুলতেই হবে ইয়াশদের, কেন জানুন !

Last Updated:

India vs England Live Score, U19 World Cup 2022 Final VVS Laxman sets up run target for India on batting first. ফাইনালে প্রথমে ব্যাটিং পেলে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন লক্ষণ। ৩২০ রানের লক্ষ্যমাত্রা রেখে এগোতে চায় ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যান্টিগা: শুধু আবেগ নয়। অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে নামার আগে রীতিমতো অংক কষে এগোচ্ছে ভারতীয় দল। স্যার ভিভিয়ান রিচার্ডস নর্থ সাউন্ড স্টেডিয়াম এই টুর্নামেন্টের ওয়েস্ট ইন্ডিজের আর বাকি পাঁচটা উইকেট এর থেকে আলাদা। বার্বাডোজ এবং অন্যান্য জায়গায় যেখানে বোলাররা সহায়তা পেত উইকেট থেকে, সেখানে তুলনায় এই উইকেটে বেশি ব্যাটসম্যান সহায়ক। তার প্রমাণ পাওয়া গিয়েছে বৃহস্পতিবার পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে।
U19 World Cup Final 2022 ৩২০ রানের লক্ষ্যমাত্রা রেখে এগোতে চায় ভারত
U19 World Cup Final 2022 ৩২০ রানের লক্ষ্যমাত্রা রেখে এগোতে চায় ভারত
advertisement

আরও পড়ুন - U19 World Cup Final 2022: আজ ফাইনালে ওপেনিং ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং করার পরামর্শ লক্ষণের

পাকিস্তান ৩৬৫/৩ রান তোলে স্কোরবোর্ডে। প্রথম ব্যাটিং পেলে তাই ভারতীয় দল কমপক্ষে ৩২০ রান টার্গেট করে রেখেছে। কিন্তু যদি দ্বিতীয় ব্যাটিং করে রান তাড়া করতে হয়, সেক্ষেত্রে ওপেনারদের গুরুত্ব আরো বেড়ে যাবে। দুজন ওপেনিং ব্যাটসম্যান এর মধ্যে একজনকে কমপক্ষে ২৫ ওভার পর্যন্ত থাকতে হবে সেক্ষেত্রে। দলের কোচ ঋষিকেশ কানিতকর এবং এনসিএ প্রধান হিসেবে ভিভিএস লক্ষণ ইয়াশ, রশিদ, রঘুবংশী, হারনুরদের বুঝিয়েছেন পরে রান তাড়া করতে হলেও ভয় পাওয়ার কিছু নেই।

advertisement

আরও পড়ুন - East Bengal former footballers: ইস্টবেঙ্গলের ইতিহাসে গত ১৭ মাস সবচেয়ে কালো অধ্যায়, বলছেন প্রাক্তনরা

একটু সময় উইকেটে কাটাতে পারলে ব্যাটিং আরও সহজ হয়ে যাবে। তাই তাড়াহুড়ো নয়, মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। আর বারবার ভিডিও সেশন দেখে ইংল্যান্ডের ব্যাটসম্যান এবং বোলারদের দুর্বলতা খোঁজার চেষ্টা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংলিশ ব্যাটিং লাইন আপে অধিনায়ক টম প্রেস্ত ছাড়াও জ্যাকব বেথেল এবং জেমস রিউ বেশ ধারাবাহিক। এদের তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারলে চেপে ধরা যাবে ইংরেজদের।

advertisement

স্পিন ছাড়াও ভেতরে ঢুকিয়ে আসা সুইং বল সামলানোর ক্ষেত্রে অসুবিধে আছে ইংলিশদের। সেক্ষেত্রে রবি কুমারকে বল হাতে দায়িত্ব নিতে হবে ঝটকা দেওয়ার জন্য। মোট কথা প্রথম ব্যাটিং পেলে ভারতের চিন্তা কম। কিন্তু যদি উল্টোটা হয়, তাহলে ইংল্যান্ডকে ২৬০-২৮০ রানের মধ্যে আটকে রাখার টার্গেট ভারতের। মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট। খাতায়-কলমে এবং ড্রইং বোর্ডে যা ঠিক করা হয়, বাইশ গজে গিয়ে সেটা সব সময় কাজে লাগে না।

advertisement

চ্যাম্পিয়ন হতে গেলে পরিশ্রমের পাশাপাশি লাক ফ্যাক্টর প্রয়োজন। ভাগ্য বরাবর সাহসীদের সঙ্গী হয়। তাই এই মন্ত্র মনে রেখেই চূড়ান্ত ব্লু প্রিন্ট তৈরি করছে ভারত। শেষ হাসি কে হাসে, তা জানার জন্য অপেক্ষা অবশ্য কয়েক ঘণ্টার। দেশের মানুষ বিশ্বসেরা হওয়ার জন্য অপেক্ষা করছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১৩০ কোটি প্রহর গুনছে। কিন্তু ভিভিএস লক্ষ্মণ চেষ্টা করছেন ড্রেসিংরুমে বিন্দুমাত্র আঁচ লাগতে না দেওয়ার। কারণ মেগা ফাইনালের আগে আবেগ নিয়ন্ত্রণ আসল লক্ষ্য। বাচ্চা ছেলেদের ওপর অতিরিক্ত প্রত্যাশা হিতে বিপরীত হতে পারে। তাই সতর্কতা মানতেই হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup Final: প্রথমে ব্যাটিং পেলে আজ কমপক্ষে ৩২০ তুলতেই হবে ইয়াশদের, কেন জানুন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল