TRENDING:

India vs England: শততম টেস্টের পর ট্যুইটারে আবেগপ্রবণ পোস্ট ইশান্তের

Last Updated:

এদিন রাতে ইশান্ত দিনের ঘটে যাওয়া প্রতিটি সেরা মুহূর্তের কোলাজ বানিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইটারে৷ দিল্লির ল্যাঙ্কি পেসার তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের সঙ্গেও ছবি পোস্ট করলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: একজন পেসারের পক্ষে ১০০টি টেস্ট খেলা কিন্তু মুখের কথা নয়! সেখানে ইশান্ত শর্মার (Ishant sharma)১৪ বছরের দীর্ঘ কেরিয়ারের কম চোট-আঘাত আসেনি৷ আঘাত-যন্ত্রণার ইতিহাস ভুলেই কিন্তু ইশান্ত বুধবার মাইলস্টোন লিখলেন৷ কপিল দেবের (Kapil Dev) পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেললেন৷
advertisement

বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গোলাপি বলে দিন-রাতের টেস্টে পেলেন উইকেটও৷ তবে ইশান্ত শততম টেস্ট খেলার দিনটি কোনওদিনই ভুলতে পারবেন না৷ ম্যাচের আগে তাঁর সম্মানে শুধুই গার্ড অফ অনার ছিল না৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (RamNath Kovind) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত থেকে পেলেন বিশেষ স্মারক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

এদিন রাতে ইশান্ত দিনের ঘটে যাওয়া প্রতিটি সেরা মুহূর্তের কোলাজ বানিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইটারে৷ দিল্লির ল্যাঙ্কি পেসার তাঁর স্ত্রী প্রতিমা সিংয়ের সঙ্গেও ছবি পোস্ট করলেন৷ প্রতিমাও কিন্তু জাতীয় মহিলা বাস্কেটবল টিমের খেলোয়াড়৷ ইশান্ত ট্যুইটারে লিখলেন "এই মুহূর্তে নিজের আবেগ ব্যক্ত করার জন্য শব্দ অনেকটাই কম পড়ে যাবে৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, অমিত শাহজি ও প্রতিমা সিংকে আমার ধন্যবাদ৷ এর সঙ্গেই আমার টিমের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই এই সম্মান ও বিশেষ মুহূর্তের জন্য৷ সবসময় ভালবাসা আর সমর্থনের জন্য আমি ধন্য৷"

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: শততম টেস্টের পর ট্যুইটারে আবেগপ্রবণ পোস্ট ইশান্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল