TRENDING:

ভাইজ্যাগে বল ঘুরবে টেস্টের দ্বিতীয় দিন থেকেই : পিচ কিউরেটর

Last Updated:

ইতিমধ্যেই বিরাট এবং কুকরা পৌঁছে গিয়েছেন সিরিজের তাঁদের দ্বিতীয় ভেন্যুতে ৷ সেখানে পৌঁছেই একটা বিষয় নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷ সেটা হল ভাইজ্যাগের বাইশ গজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম: রাজকোটে প্রথম টেস্ট ড্র ৷ এবার ভারত এবং ইংল্যান্ড দু’দলের গন্তব্য বিশাখাপত্তনম ৷ ইতিমধ্যেই বিরাট এবং কুকরা পৌঁছে গিয়েছেন সিরিজের তাঁদের দ্বিতীয় ভেন্যুতে ৷ সেখানে পৌঁছেই একটা বিষয় নিয়ে জল্পনা এখন তুঙ্গে ৷ সেটা হল ভাইজ্যাগের বাইশ গজ ৷ পিচ কেমন হবে ?  এটা নিয়ে ইংল্যান্ডের থেকেও যেন বেশি চিন্তা ভারতের ৷ কারণ রাজকোটের পিচে ঘাস যে মোটেই পছন্দ হয়নি অধিনায়ক বিরাটের ৷ এখানে একই ঘটনার পুনরাবৃত্তি হোক, সেটা একেবারেই চায় না ভারতীয় শিবির ৷ অনেক কষ্টে সৌরাষ্ট্রে ড্র করার পর এবার বিশাখাপত্তনমে টেস্ট জিততে মরিয়া ভারত ৷
advertisement

বিশাখাপত্তনমের পিচ কিউরেটর কস্তুরী শ্রীরাম অবশ্য বিরাটদের জন্য আশার কথাই শুনিয়েছেন ৷ এই পিচে নাকি বল টেস্টের দ্বিতীয় দিন থেকেই ঘুরবে ৷ উইকেটের ঘাসও ছেঁটে ফেলা হচ্ছে বলে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷তবে এই পিচ শুধুমাত্র হোম টিমের কথা ভেবেই যে তৈরি হয়নি, সেটাও এদিন স্পষ্ট করে দিয়েছেন ভাইজ্যাগের ক্রিকেট সংস্থার কর্তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিত্যনতুন গাছ লাগানোর শখ? 'এই' গাছ বাজার থেকে সুলভ মূল্যে কিনুন ফুল-ফল-বাহারি গাছ!
আরও দেখুন

রঞ্জি ট্রফিতে এই পিচেই কয়েক মাস আগে মাত্র ৬৯ রানে শেষ হয়ে গিয়েছিল রাজস্থান ৷ মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল সেই ম্যাচ ৷ এবার যাতে সেরকম কিছু না ঘটে, তার জন্য যথেষ্ট তৎপর অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
ভাইজ্যাগে বল ঘুরবে টেস্টের দ্বিতীয় দিন থেকেই : পিচ কিউরেটর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল