TRENDING:

রুটের রান আউট এবং অশ্বিনের ঘূর্ণিতে বার্মিংহ্যামে ছন্দপতন ইংল্যান্ডের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংল্যান্ড: ২৮৫/৯ (৮৮ ওভার)
advertisement

প্রথম দিনের খেলা শেষে স্কোর

#বার্মিংহ্যাম: আতঙ্কের এজবাস্টনে টসে হার ৷ ওপেনার অ্যালিস্টার কুক (১৩)-কে শুরুতেই প্যাভিলিয়ানে ফেরাতে পারলেও খেলাটা ধরে নিয়েছিলেন অধিনায়ক জো রুট এবং আরেক ওপেনার জেনিংস ৷ মহম্মদ শামির নিখুঁত ইনকাটারে এরপর জেনিংস (৪২) এবং মালান (৮) একে একে আউট হলেও ক্রিজে যতক্ষণ জো রুট নামক একজন ব্যাটসম্যান রয়েছেন ৷ ততক্ষণ কিছুতেই স্বস্তিতে থাকতে পারেন না বিপক্ষ কোনও দলের অধিনায়কই ৷ মূল্যবান উইকেটটা শেষপর্যন্ত যে এভাবে আসবে তা হয়তো ভাবতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা ৷ এক অধিনায়ককে প্যাভিলিয়ানের রাস্তা দেখালেন আরেক অধিনায়কই ৷ বিরাটের ডিরেক্ট থ্রো-তে রান আউট রুট (৮০) ৷ আর তাতেই ম্যাচে ছন্দে ফিরল ভারত ৷ এজবাস্টন টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ২৮৫ রান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ইংল্যান্ড অধিনায়ক রুটের পাশাপাশি এদিন রান পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও ৷ উমেশ যাদবের বলে রান আউট হওয়ার আগে ৭০ রান করে যান তিনি ৷ প্রথম দিনে বল হাতে হতাশ করেননি ভারতীয় পেসাররা ৷ শামি, ইশান্ত, উমেশরা প্রত্যেকেই এদিন উইকেট পেয়েছেন ৷ তবে সবাইকে ফের ছাপিয়ে গেলেন সেই রবীচন্দ্রন অশ্বিন ৷ টেস্টের প্রথম দিনেই বল ঘোরাতে সফল তিনি ৷ ২৫ ওভারে ৬০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বিপক্ষ শিবিরে একাই কম্পন ধরালেন তিনি ৷ বৃহস্পতিবার ইংল্যান্ডের শেষ উইকেটটা তাড়াতাড়ি তুলে নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কোনও একটা বড় পার্টনারশিপই কিন্তু ম্যাচে আরও স্বস্তিদায়ক জায়গায় নিয়ে যেতে পারে কোহলিদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রুটের রান আউট এবং অশ্বিনের ঘূর্ণিতে বার্মিংহ্যামে ছন্দপতন ইংল্যান্ডের