TRENDING:

‘পিঙ্ক সিটি কলকাতা’, ইডেন টেস্টের আগেই গোলাপি শহর

Last Updated:

ইডেনের ভিতর থেকে গঙ্গাবক্ষ। শহর জুড়ে এখন গোলাপি মরশুম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘পিঙ্ক সিটি কলকাতা’। ইডেন টেস্টের আগেই গোলাপি শহর। ২২ তারিখ ভারতের মাঠে দিন-রাতের প্রথম টেস্ট। গোলাপি বলে ম্যাচের আগেই গোলাপি সাজ তিলোত্তমার।
advertisement

শুক্রবার ২২ নভেম্বর। ক্যালেন্ডারের এই দিনটার দিকেই তাকিয়ে তামাম ক্রিকেট দুনিয়া। ইডেন বেলে শুরু হবে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট। গোলাপি বল দাপাবে ইডেনের সবুজ বাইশ গজ।

শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ-সহ কত তারকা। আরও একজন থাকবেন। কিন্তু তাঁকে দেখা যাবে না। থাকবে তাঁর সুর এবং তাঁকে ঘিরে দু’দেশের আবেগ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।

advertisement

এই প্রথম ইডেনে টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। প্রথম দিনেই বিরাট এবং মমিনুলের সঙ্গে ইডেনে গলায় ভেসে উঠবেন রবীন্দ্রনাথ। ক্যালেন্ডারে বাইশ তারিখ। পাতা ওল্টানোর আগেই গোলাপি সাজে তিলোত্তমা। ইডেনের ভিতর থেকে গঙ্গাবক্ষ। শহর জুড়ে এখন গোলাপি মরশুম।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘পিঙ্ক সিটি কলকাতা’, ইডেন টেস্টের আগেই গোলাপি শহর