অন্যান্য দলকে বুঝে নেওয়ার জন্য খানিক সময় নিলেও বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় ভারত। ম্যাচের ২ মিনিটেই প্রথম গোল চলে আসে। গোলের খাতা খোলেন হরমনপ্রীত সিং। এরপর গোটা ম্যাচ জুড়ে শুধুই ভারতের একাধিপত্য। নিয়মিত ব্যবধানে একের পর এক গোল করতে থাকে ভারত। ১২ গোলের মধ্যে একাই ৩টি করে গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। বাংলাদেশ দলকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল ভারতীয় হকি দল।
advertisement
এদিন ম্যাচের ২, ৪ ও ৩২ মিনিটে গোল করেন হরমনপ্রীত সিং। ১৮, ২৪ ও ৪৬ মিনিটে গোল করেন মনদীপ সিং। ৪১ ও ৫৭ মিনিটে গোল করেন অভিষেক। এছাড়া ২৩ মিনিটে ললিক কুমার উপাধ্যায়, ২৮ মিনিটে অমিত রোহিদাস, ৪৭ মিনিটে নীলকান্ত শর্মা ও ৫৬ মিনিটে গুরজন্ত সিং গোল করেন। এছাড়াও গোটা ম্যাচে যে সুযোগ নষ্ট করেছে ভারত তা গোলে পরিণত হলে বাংলাদেশের লজ্জা আরও বাড়ত।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: ৫ ‘অধিনায়কের’ শেষ ক্রিকেট বিশ্বকাপ! তালিকায় সকলেই তারকা
প্রসঙ্গত, গ্রুপ লিগের ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জয় পেয়েছে ভারতীয় হকি দল। গ্রুপ শীর্ষে থেকেই সেমি ফাইনালের টিকিট পাকা করল হরমনপ্রীত সিং, মনদীপ সিংরা। মোট ৫ ম্যাচে ৫৮ গোল করে এশিয়ান গেমসের লিগ পর্বে রেকর্ড বুকেও নাম লিখিয়ে ফেলল ভারতীয় হকি দল। এবার লক্ষ্য শুধু সোনা জয়।