রবিবার বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণ জিতেছে ভারত। পারুনিকা সিসোদিয়া, আয়ুষি শুক্লা এবং সোনম যাদব, ভারতীয় স্পিন ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ১১৮ রান ডিফেন্ড করে বাংলাদেশকে মাত্র ৭৬ রানে অলআউট করে দেয় ভারতীয় দল।
ম্যাচের প্রথমে ব্যাট করতে নামার পর, ওপেনার জি ত্রিশার ৫২ রানে ভর করে ভারত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোট ১১৭ রান করে। ভারত। ত্রিশা ছাড়াও নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলের হয়ে মিথিলা ১৭ রান করেন। বোলিংয়ে ভারতের ৩ স্পিনার মোট ৭টি উইকেট শিকার করেন। আয়ুষি তার ৩.৩ ওভারের ১৭ রান দিয়ে তিনজন বাংলাদেশি ব্যাটারকে আউট করেন। প্রতিপক্ষেরদ দুটি করে উইকেট শিকার করেন সোনম এবং পারুনিকা।
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: চতুর্থ টেস্টের আগে কোহলির নামে আইনি নোটিস! সমস্যায় জেরবার বিরাট
১১৭ রানের টার্গেট ভারতীয় দল যে এত সহজে ডিফেন্ড করবে তা শুরুতে বোঝা যায়নি। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের রীতিমত নাকানিচোবানি খাইয়েছে ভারতের স্পিন অ্যাটাক। প্রতিযোগিতার প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হওয়ারপর সেলিব্রেশনে মাতেন ভারতের মেয়েরা। বাংলাদেশ হারাতে পেরে খুশি ভারতীয় ফ্যানেরাও।